করোনার প্রাদুর্ভাব দিন দিন যেমন বাড়ছে, তেমন ছাত্রলীগের ব্যতিক্রমী কার্যক্রম নানাভাবে খবরের শিরোনাম হচ্ছে। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা সারাদেশব্যাপী ব্যাপক প্রশংসিত হয়। সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগ ‘হ্যালো ছাত্রলীগ’ নামে একটি অ্যাপসভিত্তিক সেবা নিয়ে এসেছে।
জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের ‘হ্যালো ছাত্রলীগ’ অফিশিয়াল অ্যাপটি গতকাল সংগঠনটির সভাপতি-সাধারণ সম্পাদক সবার জন্য উন্মুক্ত করেন৷ এই অ্যাপটিতে করোনা সংকটের এই জরুরী সময়ে জরুরী চিকিৎসা পরামর্শ, জরুরী নাম্বার, জরুরী খাদ্য সহায়তা ও বিশেষ প্রয়োজনে বিভিন্ন হাসপাতালের বিস্তারিত তথ্য পাওয়া যাবে৷
এই বিষয়ে আরো জানা যায়, অ্যাপটিতে জরুরী খাদ্য সহায়তার যে অংশটি রয়েছে সেখানে প্রতিটি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্ব স্ব জেলার অংশে তাদের নাম, পদবী ও ফোন নাম্বার যুক্ত করা হয়েছে৷
যেকোন অসহায় মানুষ অ্যাপটি ব্যবহার করে বিশেষ প্রয়োজনে তার নিজ নিজ জেলা ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদক সহ তার জেলা থেকে যে সকল সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে সহজেই যোগাযোগ করে সহযোগিতা পাবেন৷
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশ ব্যাপী কৃষকের ধান কেঁটে ব্যাপক আলোচনায় আসে। তাছাড়া, জনসচেতনতায় লিফলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সহ আরো নানা ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে।