চট্টগ্রাম নগর কমিটিতে নিজেদের রাখতে নগর বিএনপির শীর্ষ নেতাদের অবরুদ্ধ করেছে বিবাহিত ছাত্রদল নেতারা। এসময় নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামসহ শীর্ষ কয়েকজন নেতা দেড় ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে এ বিষয়ে কেন্দ্রের সাথে কথা বলার আশ্বাস দিয়ে মুক্ত হন বিএনপি নেতারা।
বুধবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের বাইরে মহানগর ছাত্রদলের ১৫ জনের মতো নেতাকর্মী অবস্থান নেন।
এ সময় দলীয় কার্যালয়ের ভেতরে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে করোনাভাইরাস মহামারীর সময়ে নগরবাসীর সহায়তায় ওষুধ ও অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধনের জন্য তারা সেখানে উপস্থিত হয়েছিলেন।
অনুষ্ঠান শেষে বিএনপি নেতারা বের হওয়া চেষ্টা করলে তাদের অবরুদ্ধ করে রাখেন বিবাহিত ছাত্রদল নেতারা। বিবাহিত অবিবাহিতদের সমন্বয়ে কমিটি করা হবে এমন আশ্বাস দিয়ে অবরুদ্ধ থেকে মুক্ত হন বিএনপির নেতারা।
বিবাহিত ছাত্রদল নেতাদের পক্ষে আরিফ উদ্দিন রুবেল বলেন, ‘আমরা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ছিলাম। কারাভোগ করেছি। নির্যাতন সহ্য করেছি।তাই ছাত্রদলের স্বীকৃতি দাবি করে সিনিয়র নেতাদের দাবি জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছেন বিবাহিত ও অবিবাহিতদের সমন্বয়ে কমিটি গঠন করতে কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের অনুরোধ করা হবে। ’