জীবনে প্রথম ভোট দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএসসিসি) বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।
শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে রাজধানীর মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এসে এই তথ্য জানান প্রার্থী নিজেই। ইশরাক বলেন, আমি আজ জীবনে প্রথম ভোট দিলাম। প্রথম ভোটটা নিজেকেই দিয়েছেন এই রাজনীতিবিদ।
ইভিএমে ভোট দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ইভিএমে আমি প্রথম ভোট দিলাম, কিন্তু ভেতরে ত্রু’টিযুক্ত প্রোগাম থাকতে পারে, ইভিএম নিয়ে আমার বক্তব্য পাল্টাবে না, সাধারণ মানুষ যারা আছেন তারা কেউ জানেন না কিভাবে ভোট দেবেন। আমি নিজে কয়েকবার গিয়ে শিখে এসেছি। সুতরাং ইভিএমে ভোটগ্রহণের পক্ষে আমি নই।
ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ইশরাক বলেন, গতকাল রাতে বিভিন্ন কেন্দ্রে সিসি টিভির কানেকশন কেটে দেয়া হয়, আমাদের কাছে সেসব ভিডিও ফুটেজ আছে। সব প্রমাণ আমাদের কাছে আছে।
তিনি বলেন, এর বাইরেও শুক্রবার একটি ভোটকেন্দ্রে আওয়ামী সমর্থিত কিছু লোক ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করে, এসময় তাদের ঠে’কাতে গেলে তারা একজনকে মা’থা ফাটিয়ে দেয়। পরে তাদেরকে এলাকাবাসী প্রতিহত করতে সমর্থ হয়।
ভোটকেন্দ্র দখ’ল ও নি’য়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের নির্দেশের বিষয়ে ইশরাক হোসেন বলেন, ভোটকেন্দ্র দ’খল করা নিয়ে উনার সং’যত হয়ে কথা বলা উচিত ছিল।