সাম্প্রতিক শিরোনাম

ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসা ব্যয় সাড়ে তিন লাখ টাকার বেশি

গতকাল শুক্রবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসা ব্যয়ের কথা জানিয়েছেন গণস্বাস্থের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফিজুর। আক্রান্ত হওয়ার পর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এক মাসে চিকিৎসায় ব্যয় হয়েছে সাড়ে তিন লাখ টাকা। এই টাকা ব্যয় হয়েছে তার করোনা, ডায়ালাইসিস ও নিউমোনিয়ার চিকিৎসায়। ১৩ মে তিনি করোনা মুক্ত হন।

এছাড়াও শুধু করোনা চিকিৎসায় কত টাকা ব্যয় হয়েছে- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওভাবে আলাদা করে কোনো হিসাব করা হয়নি। কারণ একদিন পরপর তার ডায়ালাইসিস ও নিউমোনিয়ার চিকিৎসা করতে হয়েছে। বর্তমানে জাফরুল্লাহ চৌধুরী কেমন আছে জানতে চাইলে মামুন মোস্তাফিজুর বলেন, নিউমোনিয়ার সমস্যা এখনো পুুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাই তাকে হাসপাতালে রাখা হয়েছে।

এর আগে গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত এক আলোচনাসভায় নভেল করোনা (কোভিড-১৯) সংক্রমণ থেকে মুক্ত হয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধা কর্নেল সাজ্জাদ, তারিক সুজাত, সাবের চৌধুরী এমপি ও আসাদুজ্জামান নূর এমপি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেনডেন্ট বিগ্রেডিয়ার নাসির উদ্দিন ও অধ্যাপকরা আমার চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন। বন্ধুবর ও শুভানুধায়ী ডা. কাজী কামরুজ্জামান, রফিকুল ইসলাম বাবলু, নঈম জাহাঙ্গীর, ইশতিয়াক আজিজ উলফাত, তৌফিক এলাহী চৌধুরী ও সৈয়দ আবুল মাকসুদ সার্বক্ষণিক নজরদারি করেছেন।

তিনি বলেন, গণস্বাস্থ্য নগর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বিগ্রেডিয়ার মামুন মুস্তাফিজুর ও আইসিইউ প্রধান অধ্যাপক নজীব মোহাম্মদের সকাল থেকে রাত অবধি হাসপাতালে আমার শয্যা পাশে উপস্থিত ছিলেন। সেবিকা ও ফিজিওথেরাপিস্টরা হাসিমুখে অক্লান্ত পরিশ্রম করেছেন। ঢাকা মেডিকেল কলেজের হেমোটলজির অধ্যাপক মহিউদ্দিন আহমদ খানের পরামর্শে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ডা. সাইমুম আরাফাত পান্থর চেষ্টায় কয়েকবার প্লাজমা দানে আমার শক্তি বৃদ্ধি হয়েছে। বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক তারিক আলম, মাগুরার ডিপ্লোমা চিকিৎসক ডা. খলিলুর রহমান এবং বিদেশস্থ বন্ধুস্থানীয় বহু চিকিৎসকদের নিয়মিত পরামর্শ ও পরিবীক্ষণ আমার রোগমুক্তিতে সহায়ক হয়েছে।

জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, বোন ঝিনু, ভ্রাতৃবধূ বেলু ও পারিবারিক বন্ধু সাফিয়া আজিমের আকর্ষর্ণীয়, পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং শিরীন হক ও বারীশ হাসান চৌধুরীর জাপানী সুশি সরবরাহ বৈচিত্র্য দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী খালেদা জিয়ার শুভেচ্ছা আমার দ্রুত রোগ মুক্তিতে সহায়ক হয়েছে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...