ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস মাস কয়েক আগে ফেসবুকে একটা সেলফি দিয়েছিল। সেই ছবিতে সে হাসি মুখে একটা ছাতা ধরে দাঁড়িয়ে আছে। হয়তো সখ করেই ছবিটা তুলে ফেসবুকে দিয়েছিল। কিন্তু কারা যেন উস্কানি দিতে ছাতার হাতলটাকে বদলিয়ে বিশাল এক তরবারি বানিয়ে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।
সেই ছবি দেখে মনে হচ্ছে সঞ্জিতের হাতে ছাতা নয়, সত্যি সত্যিই তলোয়ার। কয়েকটি ফেসবুক আইডি থেকে এমনি একটি এডিট করা ছবি ভাইরাল হয় বিভিন্ন গ্রুপে।
সঞ্জিতের সাথে কথা বলে জানা যায়, এমন কাজ কারা করতে পারে তা অনেকটা পরিষ্কার। পূর্বেও ছাত্রলীগের ইমেজকে প্রশ্নবিদ্ধ করতে এমন করা হয়েছিলো। সেই কুচক্রী মহল এখনো একই চক্রান্ত করে যাচ্ছে। তাদের উদ্দেশ্য মিথ্যা অপপ্রচার চালিয়ে ছাত্রলীগের মর্যাদা ক্ষুন্ন করা। কিন্তু সাধারন শিক্ষার্থীরা এখন এইসব বুঝে।