বিভাগ রাজনীতি

দরিদ্রদের মাঝে খাদ্য উপকরণ বিতরনে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

করোনা ভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে আয় রোজগারের পথ রুদ্ধ হয়ে মানুষ যখন ঘরবন্দি হয়ে পেটে আহার যোগানো নিয়ে চিন্তিত, সে পরিস্থিতিতে নিন্ম আয়ের মানুষের বাড়িতে বাড়িতে চাল, ডাল, তেল, আলু-পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্য উপকরণ পৌঁছে দিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

শনিবার দুপুরে নিজ এলাকা দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের ধোয়াইর থেকে বর্তমান পরিস্থিতি বিবেচনায় জনবান্ধব এ কর্মসূচী গ্রহণ করেণ তিনি। করোনা ভাইরাস সংক্রমন রোধে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা থাকায় গ্রাম ঘুরে ঘুরে অসহায় ও দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য উপকরণ পৌঁছে দেন নির্মল গুহ। এরপর নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিন্ম আয়ের মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি।

নয়নশ্রী ইউনিয়নের তুঁইতাল গ্রামের ভ্যানচালক মতলেব শেখ বলেন, “বাবারে পুলিশ মানা করছে রাস্তায় বের হইতে, তিনদিন ধইরা কোনমতে ধারদেনা কইরা পেট চালাইতেছি। ঘরে বউ পোলাপান সহ খাওনের পাঁচজন মানুষ। কি করুম বুঝবার পারতাছি না। আইজ নির্মল চাচায় যে চাইল-ডাইল দিল তাতে তিন চাইরদিন চলবার পারুম। এই নিদানে এইডাই আমাগো মত মাইনষের কাছে মেলা কিছু।”

একই গ্রামের সাহায্য পাওয়া কয়েকজন জানান, এই সংকটের সময় তাদের কাছে নির্মল গুহের পৌঁছে দেয়া খাদ্য সামগ্রী অনেক উপকারে আসবে। তবে তারা খুব চিন্তিত রয়েছেন আগামী দিনগুলো কিভাবে কাটবে এই ভেবে।

এর আগে গত কয়েকদিন ধরে দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম সহ মসজিদে মসজিদে মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ ও সাবান বিতরণ করেন নির্মল রঞ্জন গুহ। একইসাথে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে একযোগে জনবান্ধব এমন কর্মকান্ড চলছে বলে জানা গেছে।

নির্মল রঞ্জন গুহ বলেন, বর্তমান পরিস্থিতি শুধু নয় যে কোন পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর জনবান্ধব চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়ে সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করে থাকেন। করোনা ভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে একজন মানুষও না খেয়ে মরবেনা এমন চিন্তাভাবনা সরকারের রয়েছে। খাদ্যবান্ধব বিভিন্ন ধরণের কর্মসূচী গ্রহণ করা হবে সরকারের পক্ষ থেকে। এ কর্মসূচী শুরু হতে হয়তো একটু সময় লাগতে পারে।

সে ধারণা থেকে আমি প্রাথমিক পর্যায়ে আমার এলাকার দরিদ্র মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছি। যাতে তাদের প্রাথমিক অভাব অন্তত কিছুটা হলেও পূরণ হয়। দূর্ভোগে-দূর্যোগে, রোজা, পূজা, কিংবা ঈদ সবসময় মানুষের পাশে থেকে কাজ করে স্বেচ্ছাসেবক লীগ। আমাদের এমন কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। তিনি জানান, দোহার উপজেলার এক হাজার ও নবাবগঞ্জ উপজেলার এক হাজার মানুষের মাঝে খাবার সামগ্রী তুলে দেয়া হবে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে।

Sponsored
Leave a Comment

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…

January 12, 2024

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…

January 10, 2024

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…

January 7, 2024

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার…

January 6, 2024

এমনটা কেনো করলেন এ. আর রহমান?

হিরো আলম রবীন্দ্র সঙ্গীত গাওয়ার পর সারা দেশে হইচই শুরু হয়ে যায়। এমনকি ওই প্রতিবাদের…

November 12, 2023

ন্যানোমিটার সেমিকন্ডাক্টর বা চীপ তৈরিতে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে চীন

বর্তমানে পশ্চিমা বিশ্বের সাথে সেমিকন্ডাক্টর চিপ নিয়ে বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে রেড জায়ান্ট চীন।…

September 25, 2023
Sponsored