মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুরে করোনায় রোজগার বন্ধ এমন অস্বচ্ছল ব্যক্তির বাসায় গিয়ে খাদ্যদ্রব্য বিতরণ করছেন এক তরুণ সমাজসেবক। সমাজসেবকের নাম শাহরিয়ার আহমেদ সৌরভ।তিনি ঝিটকা কলাহাটা গ্রামের মোঃ ফরিদ মোল্লার ছেল। সে আজ (৩’এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাল্লা ইউনিয়ন এর ৭,৮,৯ নং ওয়ার্ড এ ক্রাণ বিতরণ করেন।
শতাধিক মানুষের মাঝে করোনা(কোভিড-১৯) এর প্রভাবে যাদের রোজগার বন্ধ, তেমন অস্বচ্ছল ব্যক্তিদের বাসায় গিয়ে তাদের মাঝে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আলু,১ কেজি লবণ, এক লিটার ভোজ্য তেল ও একটি করে সাবান তুলে দিয়েছেন।
ত্রাণ বিতরণের বিষয়ে শাহরিয়ার আহমেদ সৌরভ বলেন, এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সরকার থেকে দেশবাসীকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যার ফলে প্রায় সারাদেশের মানুষের রোজগার বন্ধ হয়েছে, সরকার থেকে প্রত্যেক এনজিও কে কিস্তি তুলতে নিষেধ করা হয়েছে।
এতে সাধারণ মানুষের কিছুটা স্বস্তি হলেও রোজগার বন্ধ হওয়ায় তাদের জীবিকা নির্বাহে কষ্ট হচ্ছে। এছাড়া সরকার থেকে স্বচ্ছল ব্যক্তিদের অনুরোধ করা হয়েছে তারা যেনো তাদের সাধ্য অনুযায়ী অস্বচ্ছল ব্যক্তিদের পাশে দাড়ায়। এজন্যই আমি প্রথমে আমার নিজ অর্থায়নে শতাধিক পরিবারের জন্য চাউল, ডাল,আলু,লবণ, তেল ও সাবান কিনে বিতরণ শুরু করি।
এরপর বিষয়টি আমার কিছু বন্ধুবান্ধব ও বড়ভাইদের শেয়ার করি। তখন তারা আমার কাজটিকে সাধুবাদ জানিয়ে আমার সাথে মিলেমিশে ত্রাণ বিতরণ করেছেন। তাই ইতোমধ্যেই আমরা শতাধিক মানুষের মাঝে আমাদের এই ত্রাণ পৌঁছে দিয়েছি।