ধর্ষকদের সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়ে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ বেলা ১২ টার দিকে মুক্তিযুদ্ধ মঞ্চের আহবায়ক/মুখপাত্র অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীনের নেতৃত্বে তারা এই কর্মসূচি পালন করে।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যেরন পাদদেশে এ মানবন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে ধর্ষককে ফাঁসিতে ঝোলানোর দাবি জানান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দরা।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বলেন,শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষিত হয়নি, ধর্ষিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ধর্ষিত হয়েছে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই। ধর্ষণের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে স্বাভাবিকভাবেই ধর্ষকরা ভয় পাবে।
এছাড়া বক্তব্য দেন মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ সোহেল মিয়া, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ রায়হান খান।
অন্যান্যের মধ্যে জিম,সুলতানা ইসলাম বালা প্রমুখ উপস্থিত ছিলেন।
মঞ্চের শতাধিক নেতা-কর্মী উপস্থিত হয়ে মানববন্ধন থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।