রোববার (১০ জুলাই) রাতে রাজধানীর গুলশানের বাসায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, বিএনপিকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি আমাদের বলেছেন, বন্যার্তদের কষ্ট লাঘব না হওয়া পর্যন্ত তোমরা তাদের পাশে থাকবে। তিনি মনে করেন বন্যার্তদের সেবা করা মানে হচ্ছে মানুষের সেবা করা।’
ফখরুল জানান, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনায় যেখানে বন্যায় মানুষ প্লাবিত হয়েছে, এই দুর্গত মানুষের খবর নিয়েছেন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ইমিডিয়েট কোনো বিপদ না থাকলেও তিনি এখনো অসুস্থ।