সাম্প্রতিক শিরোনাম

পাটগ্রামে প্রয়াত উপজেলা আ,লীগ সভাপতিকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে মানববন্ধন

ঈশাত জামান মুন্না,লালমনিরহাট: জেলার পাটগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শ্রদ্ধাভাজন শিক্ষক প্রয়াত আনোয়ারুল ইসলাম নাজুকে জড়িয়ে গত ১৭ জুলাই সায়েদুল ইসলাম মিঠু তাঁর ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন। কিন্তু সে পোষ্ট টিকে ষড়যন্ত্র দাবি করে একজন মৃত ব্যক্তির নাামে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে জাগ্রত জনতা নামক ব্যানারে মানববন্ধন করেছে।

আজ শনিবার (১৮ জুলাই ) উপজেলার পাটগ্রাম বাজারের চৌরঙ্গী মোড়ে জাগ্রত জনতা নামক ব্যানারে সকল স্তরের মানুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন,পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান সুমন।

তিনি তার বক্তব্যে বলেন, একটি কু-চক্রী মহল প্রয়াত রাজনীতিবিদ ও সকলের শ্রদ্ধাভাজন শিক্ষককে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর নামে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালিয়েছেন।

উল্লেখ যে, গতকাল শুক্রবার রাতে পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত আনোয়ারুল ইসলাম নাজু মাষ্টারের নামে কিভাবে পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের নামকরণ হয় এবং জনাব নাজুর রাজনৈতিক জীবনের ইতিহাস নিয়ে একটি পোস্ট দেন জনাব সায়েদুল ইসলাম মিঠু তাঁর ফেসবুক টাইমলাইনে। পোস্টটিকে ঘিরে সামাজিক- যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা – সমালোচনা সৃষ্টি হয়। মূহূর্তের মধ্য মিঠুর দেওয়া পোস্ট টি সামাজিক- যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শুরুহয় তীব্র বিতর্ক।

একজন প্রয়াত রাজনীতিবিদ ও শিক্ষকের নামে তাঁর জীবদ্দশায় এসব না লিখে তাঁর মৃত্যুর পর কেন কেমন পোষ্ট দেয়া হলো এরই প্রতিবাদে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন পাটগ্রাম পৌর যুবলীগের সভাপতি বিজয় কুমার সুর, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রাসেল,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ রায়,সাবেক , পাটগ্রাম উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক তানিয়া মির্জা, রেজওয়ানা পারভীন সুমি,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন শুভ, পাটগ্রাম পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ ইকবাল রুমি প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, একজন সফল রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সর্বোপরি একজন শ্রদ্ধাভাজন মৃত মানুষের নামে মিথ্যাচার করার জন্য ক্ষমা চাইতে হবে তাঁকে, নাহলে পাটগ্রামের মানুষ তাকে ক্ষমা করবেনা।

এসময় পাটগ্রাম উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের শতশত নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন ।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...