সাম্প্রতিক শিরোনাম

বঙ্গবন্ধুর আদর্শের মৃত্যু নেই : পলক

রবিবার (২ আগস্ট) বিকালে সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদ সবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুর আদর্শের মৃত্যু নেই। আর তাই বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুজিব আদর্শের সৈনিকরা নিজের জীবনের ঝুঁকি নিয়েও বঙ্গবন্ধুর অনুকরণে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে।

মুজিব সৈনিকদের মানবসেবার এই পথচলা কোনও শক্তিই রোধ করতে পারবে না। করোনা সংক্রমণের মধ্যেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মানুষদের সেবা দিতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। ইতোমধ্যে মারা গেছেন অনেক ত্যাগী নেতা, এমপি ও মন্ত্রী।

তিনি আরও বলেন, তারপরও থেমে নেই মুজিব সৈনিকদের মানবসেবা। বর্তমানে দেশ বন্যা কবলিত। হাজার হাজার মানুষ পানিবন্দি। তাদের জীবণ দুর্বিসহ। এমন পরিস্থিতিতেও বঙ্গবন্ধুর সৈনিকরা জনগণের পাশে আছে। রাত-দিন কাজ করে অসহায়দের হাতে খাবার পৌতঁছে দেওয়া থেকে শুরু করে নিশ্চিত করছে সব ধরনের সেবা।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর জীবন দর্শন আর মানবসেবার উদাহরণ টেনে পলক আরও বলেন, ছোটবেলা থেকেই নেতৃত্বের গুনাবলীতে নিজেকে গড়ে তুলেছিলেন বঙ্গবন্ধু। তিনি শুধু দেশপ্রেমিক ছিলেন না, ছিলেন দেশ আর দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ। মানুষকে তিনি অকৃত্রিমভাবে ভালোবাসতেন। আর এজন্যই তিনি অল্প সময়েই বঙ্গবন্ধু উপাধি পান।

বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তার কন্যার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তৃতীয় অর্থনৈতিক বিপ্লব শেখ হাসিনার নেতৃত্বে করতে আমরা প্রস্তুত দাবি করে পলক বলেন, এই দেশ আর দেশের মানুষের সত্যিকারের উন্নয়ন ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। তাই বঙ্গবন্ধুর আদর্শকে বাঁচিয়ে রাখতে হলে তার মতো কাজ করতে হবে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...