মোঃ মশিউর রহমান বিপুল
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নির্দেশ ক্রমে,
কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগ বুড়াবুড়ী ইউনিয়ন শাখার নিজ উদ্দ্যোগে জরুরী মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে উলিপুরের বুড়াবুড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জলংগারকুটি, দেলদারগঞ্জ,ভাটিয়াপাড়া, ২নং ওয়ার্ডের পাকার মাথায় ৬৫০ টি পরিবারে মাঝে খাবার প্যাকেট বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ভূনা খেচুরি ও বিশুদ্ধ পানির বোতল।
এ- সময় উপস্থিত ছিলেন,বুড়াবুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি “মোঃ আলিফ উদ্দিন শাওন” ও সাধারণ সম্পাদক “রাসেল মিয়া”সহ আরো অনেকেই।
সার্বিক সহযোগিতায় ছিলেন, “মোঃ মাহতাব হোসেন রুদ্র, সাবেক সাংগঠনিক সম্পাদক উলিপুর উপজেলা শাখা, তিনি বলেন,দুর্যোগ দুর্বিপাকে বাংলাদেশ ছাত্রলীগ সর্বদাই অসহায় মানুষের পাসে ছিলো আছে থাকবে।