বিভাগ রাজনীতি

বিএনপির নতুন কমিটিতে নারী ৩৩% করার যোষনা

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

২০১৬ সালের ১৯ মার্চ ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সমাপনী বক্তব্যে বিএনপি চেয়ারপারসন নারীদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। আমরা কমিটিতে নারী নেতৃত্ব বাড়াব। ২০২১ সালের মধ্যে আমরা এই সংখ্যা ৩৩ শতাংশে নিয়ে যাব।

২০০৮ সালে দলের নিবন্ধন চালুর সময় রাজনৈতিক দলগুলো গঠনতন্ত্রে সংশোধনী এনে ২০২০ সালের মধ্যে নারী সদস্যদের সংখ্যা এক-তৃতীয়াংশ করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, নির্ধারিত সময় প্রায় শেষ পর্যায়ে চলে এলেও তার কাছাকাছিও পৌঁছাতে পারেনি বিএনপি। যদিও দলটির পক্ষ থেকে বলা হয়েছে, হাইকমান্ড নীতিগত সিদ্ধান্ত নিলেও রাজনীতির পরিবর্তিত পরিস্থিতিতে সেটি করা সম্ভব হচ্ছে না। তবে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

১৪ শতাংশ নারী রয়েছেন। সারা দেশের বিভিন্ন কমিটিতেও অনেক নারী সদস্য রয়েছেন। কিন্তু তাঁদের নেতৃত্বে আনতে একটু সমস্যা হচ্ছে। বিশেষ করে জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের অনেকে নারী নেতৃত্ব মানতে চান না। তাই একটু সময় লাগছে।

নির্বাচন কমিশনের একটা বাধ্যবাধকতা রয়েছে নারী নেতৃত্ব পূরণে। এটি যেহেতু দ্রুত হচ্ছে না, তাই ধীরে ধীরে এটি পূরণের জন্য আমরা প্রস্তাব করেছি।

কেন্দ্রীয় কমিটিগুলোতে পাঁচ বছর, জেলা ও উপজেলা পর্যায়ে ১০ বছরের মধ্যে ৩৩ শতাংশ নারী সদস্য করার প্রস্তাব করা হয়েছে। নারীসমাজের পক্ষ থেকে ১০ দফা প্রস্তাব আমরা তৈরি করেছি। তা নির্বাচন কমিশনের কাছে দেওয়া হয়েছে।

স্থায়ী কমিটি এবং নির্বাহী কমিটি মিলিয়ে মোট সদস্যসংখ্যা ৬৪০ জন। এর মধ্যে নারী রয়েছেন ৭১ জন। সে হিসাবে বিএনপিতে নারী নেতৃত্ব রয়েছে ১১.০৯ শতাংশ। স্থায়ী কমিটির ১৯ জন সদস্যের মধ্যে চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া একমাত্র নারী সদস্য সেলিমা রহমান।

৮২ জনের উপদেষ্টামণ্ডলীতে ছয়জন নারী সদস্য রয়েছেন। তাঁরা হলেন—সারোয়ারী রহমান, অধ্যাপিকা তাজমেরী ইসলাম, অধ্যাপক ড. শাহিদা রফিক, রোজী কবির, তাহমিনা রুশদীর লুনা, আফরোজা খান রিতা। আর ৩৭ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে একমাত্র নারী সদস্য রাবেয়া চৌধুরী।

সাংগঠনিক, সহসাংগঠনিক সম্পাদক এবং সম্পাদকমণ্ডলী, সহসম্পাদকমণ্ডলীর সংখ্যা ২০৯ জন। এই পদগুলোতে নারী রয়েছেন ২০ জন। তাঁরা হলেন—সাংগঠনিক সম্পাদক পদে বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ, মহিলা বিষয়ক সম্পাদক নুর এ আরা সাফা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, উপজাতীয় বিষয়ক সম্পাদক ম্যামাচিং। আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট ফাহিমা মুন্নী, ব্যারিস্টার রুমিন ফারহানা, বেবী নাজনীন, সহশিক্ষা বিষয়ক পদে হেলেন জেরিন খান, সহপ্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক

নির্বাহী কমিটির সদস্যসংখ্যা ২৯৪ হলেও নারী রয়েছেন মাত্র ৪৩ জন। তাঁরা হলেন—রেজিনা ইসলাম, বিলকিস ইসলাম, সাঈদা রহমান জ্যোত্স্না, রওশন আরা ফরিদ, লাভলী রহমান, কাজী হেনা, খালেদা পান্না, শাহিদা আখতার রীতা, নূরজাহান ইয়াসমীন, লায়লা বেগম, রহিমা সিকদার, লিটা বশির, মেহেরুন্নেসা হক, রাজিয়া আলিম, শাহিনা খান, খালেদা ইয়াসমীন, ইয়াসমীন আরা হক, ফেরদৌস ওয়াহিদা, শাহানা আখতার সানু, সাইমুম বেগম, হাসিনা আহমেদ, খালেদা রাব্বানী, সাহানা রহমান রানী, নার্গিস আলী, জেবা খান, নাছিমা আক্তার কল্পনা, ফিরোজা বুলবুল কলি, রিনা পারভিন, আয়েশা সিদ্দিকী মনি, নূরজাহান মাহবুব, পেয়ারা মোস্তফা, ফরিদা ইয়াসমীন, সিমকী ইসলাম, আরিফা জেসমিন, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, রুখসানা খানম মিতু, সেলিমা রউফ চৌধুরী, এলিজা জামান, সাবেরা আলাউদ্দিন হেনা, রিজিয়া ইসলাম, নিপুন রায় চৌধুরী, রাবেয়া আলী ও তাহমিনা খান আওরঙ্গ।

সহসম্পাদক অর্পণা রায়, সহমহিলা বিষয়ক সম্পাদক আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, সহত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি, সহস্থানীয় বিষয়ক সম্পাদক শাম্মী আখতার, সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, সহস্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি, সহতাঁতি বিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজ, সহমানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, সহনার্সেস ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা বেগম।

সব জেলা, উপজেলা ও থানা পর্যায়ে চিঠি দিয়ে বলা হয়েছে, কতজন নারী নেতৃত্ব রয়েছেন তা জানাতে। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে মহিলা দলের সারা দেশে কোন কোন কমিটিতে নারী নেতৃত্ব রয়েছেন তা জানাতে বলা হয়েছে। একইভাবে কেন্দ্রীয় দপ্তর থেকে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের চিঠি দেওয়া হয়েছে। আর ২০১৪ সাল থেকে যেসব নারী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর নির্বাচন করেছেন তাঁদের তালিকাও করতে বলা হয়েছে।

এরই মধ্যে প্রায় ৫০টি জেলার আংশিক তথ্য কেন্দ্রে জমা হয়েছে। বাকিগুলোও চলতি বছরের মধ্যে জমা হবে।

রাজনীতির প্রতিহিংসার কারণে আমরা একটু পিছিয়ে পড়েছি। করোনার আগে প্রায় ৫০টি জেলায় বিএনপির মহিলা আইনজীবী কতজন রয়েছেন তা আমরা খুঁজে বের করেছি।

রাজনৈতিক দলের নিবন্ধন আইন অনুযায়ী সব কমিটিতে এক-তৃতীয়াংশ নারী সদস্য থাকার বাধ্যবাধকতার বিষয়ে জানতে চাইলে সেলিমা রহমান বলেন, ‘আমাদের উদ্যোগ তো দৃশ্যমান হচ্ছে। যত দ্রুত সম্ভব আমরা প্রক্রিয়াটি শেষ করব।

Sponsored
Leave a Comment

সর্বশেষ

রাওয়ালপিন্ডিতে বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা

ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর…

August 24, 2025

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের…

April 24, 2025

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড"…

February 26, 2025

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের…

December 29, 2024

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…

September 21, 2024

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…

March 4, 2024
Sponsored