ঢাকা: আওয়ামী লীগের নতুন প্রাথমিক সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কার্যক্রমে কোনো বিতর্কিত ব্যক্তি অন্তর্ভুক্ত হতে পারবেন না। দলের বর্তমান কোনো প্রাথমিক সদস্য বিতর্কিত হলে তিনি পদ হারাবেন।
বুধবার (৪ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জেলার নেতাদের কাছে সদস্য সংগ্রহের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগে অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের বাদ দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ইতোধ্যে আমরা জেলা পর্যায়ে এ নির্দেশনা পাঠিয়েছি, যাতে বিতর্কিত কেউ প্রাথমিক সদস্য হতে না পারেন।
তিনি বলেন, ‘আমাদের নতুন সদস্য সংগ্রহ বা নবায়ন কার্যক্রমে বিতর্কিত ব্যক্তিদের পরিহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্টভাবে বলে দিয়েছি, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমি দখলকারী, মাদক ব্যবসায়ী, স্বাধীনতাবিরোধী অশুভ শক্তি—এরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। সাম্প্রদায়িক অশুভ শক্তি আওয়ামী লীগের সদস্য হতে পারবেন না। এই মর্মে সর্কুলার পাঠিয়ে জেলা পর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে।’
আওয়ামী লীগের কোনো প্রাথমিক সদস্যের বিরুদ্ধে বিতর্ক থাকলে তাদের সদস্য পদ নবায়ন করা হবে না, জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, বিতর্কমুক্তদের দলের প্রাথমিক সদস্য পদ দেয়া হবে।
মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে বিএনপির বিরোধিতা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, তাদের প্রতিনিধিত্ব থাকতেই হবে। নরেন্দ্র মোদি ভারতের প্রতিনিধি হিসেবেই আসবেন।’
‘আমাদের ক্ষামতার উৎস জনগণ। ভারত আমাদের বন্ধু। এখানে দাসত্বের কোনো বিষয় নেই। বিএনপি ক্ষমতার জন্য দাসত্বের জন্য প্রস্তুত। তার প্রমাণ হলো, এই নরেন্দ্র মোদি যখন নির্বাচিত হলেন ঢাকায় ভারতীয় দূতাবাসের অফিস খোলার আগেই বিএনপির প্রতিনিধিরা হাজির হয়েছিলেন ফুল নিয়ে। এখন তাদের লজ্জা করে না নরেন্দ্র মোদির বিরোধিতা করতে’, বলেন ওবায়দুল কাদের।
জেলার নেতাদের হাতে নতুন সদস্য সংগ্রহের বই তুলে দেয়ার পাশপাশি দলের সংশোধিত গঠনতন্ত্র ও ঘোষণাপত্রও দেয়া হয়।
তিনি বলেন, ‘সম্মেলন শেষ হওয়ার পরপরই এ কাজটি দ্রুততম সময়ে সম্পন্ন করতে পেরেছি। আজ থেকে যাত্রা শুরু করলাম। সারা দেশে জেলাগুলোতে পর্যায়ক্রমে সদস্য সংগ্রহ করা হবে। তারপর জেলার অনুমতি নিয়ে উপজেলা পর্যায়ে সদস্য সংগ্রহের বই এবং ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংগ্রহ করবে।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসরাম আমিন, উপ-দপ্তর সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর…
বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের…
"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড"…
আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
Leave a Comment