সাম্প্রতিক শিরোনাম

বিরলে কর্মহীন মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ যুবদল নেতার

দিনাজপুর প্রতিনিধিঃ বিরলে কর্মহীন মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন যুবদল নেতা প্রকৌশলী মামুন।


আসন্ন পবিত্র মাহে রজমান উপলক্ষে দিনাজপুর জেলার বিরল উপজেলার শহরগ্রামের মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন ও অভাবগ্রস্ত মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিরল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ মামুন।


বৃহস্পতিবার উপজেলার শহরগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নিজের পক্ষ থেকে ও নিজ পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতায় গ্রামের ৪টি পাড়ার দুই শতাধিক কর্মহীন ও অভাবগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে প্রায় ১৫ দিন ইফতার করার মত ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ছোলা বুট, মুড়ি, তেল ও চিনি এসব খাদ্যসামগ্রীর দুই শতাধিক প্যাকেট কর্মহীন ও অভাবগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দেন প্রকৌশলী মামুনুর রশীদ মামুন।


এ সময় তিনি বলেন, বর্তমানে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্ব মহামারি আকার ধারন করায় মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। এতে খেটে খাওয়া দরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন মানুষের কষ্টের কথা চিন্তা করে তাদের জন্য এই সামান্য ইফতার খাদ্যসামগ্রীর ব্যবস্থা করেছি। এতে করে কিছুটা হলেও এসব মানুষের কষ্ট লাঘব হবে। তিনি কর্মহীন মানুষকে তাঁর পিতা শহরগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম কছিম উদ্দীন আহম্মেদ সরকার ও পরিবারের মৃত অন্যান্য সদস্যসহ নিজ নিজ পরিবার, দেশ, জাতি ও গোটা বিশ্বের মানুষকে মহামারি করোনাভাইরাস থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করার আহবান জানান।


ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের সময় তাঁর পরিবারের সদস্যদের মাঝে তাঁর বড় ভাই শহরগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিরল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাসান আলী, শহরগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ হারুন উর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রোস্তম আলী, মোঃ আফজাল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবু রায়হান উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে শহরগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ হামিদুর রহমান (বাবু ডাক্তার), ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, ধামইর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ তারিকুল ইসলাম, শহরগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া তাঁর পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...