দিনাজপুর প্রতিনিধিঃ বিরলে কর্মহীন মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন যুবদল নেতা প্রকৌশলী মামুন।
আসন্ন পবিত্র মাহে রজমান উপলক্ষে দিনাজপুর জেলার বিরল উপজেলার শহরগ্রামের মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন ও অভাবগ্রস্ত মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিরল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ মামুন।
বৃহস্পতিবার উপজেলার শহরগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নিজের পক্ষ থেকে ও নিজ পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতায় গ্রামের ৪টি পাড়ার দুই শতাধিক কর্মহীন ও অভাবগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে প্রায় ১৫ দিন ইফতার করার মত ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ছোলা বুট, মুড়ি, তেল ও চিনি এসব খাদ্যসামগ্রীর দুই শতাধিক প্যাকেট কর্মহীন ও অভাবগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দেন প্রকৌশলী মামুনুর রশীদ মামুন।
এ সময় তিনি বলেন, বর্তমানে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্ব মহামারি আকার ধারন করায় মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। এতে খেটে খাওয়া দরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন মানুষের কষ্টের কথা চিন্তা করে তাদের জন্য এই সামান্য ইফতার খাদ্যসামগ্রীর ব্যবস্থা করেছি। এতে করে কিছুটা হলেও এসব মানুষের কষ্ট লাঘব হবে। তিনি কর্মহীন মানুষকে তাঁর পিতা শহরগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম কছিম উদ্দীন আহম্মেদ সরকার ও পরিবারের মৃত অন্যান্য সদস্যসহ নিজ নিজ পরিবার, দেশ, জাতি ও গোটা বিশ্বের মানুষকে মহামারি করোনাভাইরাস থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করার আহবান জানান।
ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের সময় তাঁর পরিবারের সদস্যদের মাঝে তাঁর বড় ভাই শহরগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিরল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাসান আলী, শহরগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ হারুন উর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রোস্তম আলী, মোঃ আফজাল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবু রায়হান উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে শহরগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ হামিদুর রহমান (বাবু ডাক্তার), ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, ধামইর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ তারিকুল ইসলাম, শহরগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া তাঁর পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।