সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনকে ঘিরে ৪ জন বহিরাগত ও স্হানীয় পথচারী একজনকে আটক করে এলাকাবাসী পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা যায়। আজ শনিবার ০২ নভেম্বর – ২০১৯ ইং বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় সীতাকুন্ড উপজেলার মাদামবিবির হাট এলাকায় এ ঘটনাটি ঘটে। সূত্রে প্রকাশ প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম রনির একজন সমর্থকের ককটেল বিস্ফোরনের ঘটনার জের ধরে উত্তপ্ত বিরোপ পরিস্হিতি সৃস্টি হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী।
এ সময় বহিরাগত সন্ত্রাসী সন্দেহে একটি মাইক্রোবাস স্থানীয় এলাকাবাসী আঁটকিয়ে ভাংচুর করে।পরে ভাঙ্গা গাড়িটি পুলিশ আটক করে।খবর পেয়ে ঘটনাস্হলে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে।এ সময় আটককৃতদের কাছ থেকে একটি পিস্তল ও একটি দা উদ্ধার করা হয় বলে জানানো হয়।আটককৃত ৫জন হচ্ছে আব্দুল নুর বাবু, পিতা-মোঃ রফিক সাং খাদেমপাড়া, মাদামবিবিরহাট।
প্রত্যক্ষদর্শী একজন নাম প্রকাশ না করার শর্তে আমাদের প্রতিনিধিকে জানান যে, নুর ভাত আনতে গিয়েছিল হোটেলে।সে পরিস্হিতির শিকার। প্রত্যক্ষদর্শীদের মতে মোঃ মিজান, পিতা- নুর আলম গ্রামঃ মাজার গেইট, রাহাত্তারপুল, মোঃ টিপু পিতা- তপন, পটিয়া, মোঃ রেদোয়ান পিতা- ইসমাইল গ্রাম কাগোরিয়া, দোহাজারী, মোঃ হেলাল, পিতা- নাছির, গ্রাম ঈদগাঁ কক্সবাজার। মূলতঃ এরা বহিরাগত সন্ত্রাসী বলে জানায়।
ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিলে মোঃ সাইফুল ইসলাম রনি, মোঃ মুসলিম ও মোঃ হারুন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধীতা করেন। বিকাল ৫ঘটিকায় ভোট গ্রহনের কথা ছিল। এ ঘটনার পর এলাকায় বেশ উত্তেজনা দেখা দেয় এবং নির্বাচন প্রক্রিয়া ভন্ডুল হয়ে যায়।এ বিষয়ে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজীম উদ্দিন বলেন, আজ ২ নং ওয়ার্ডের কাউন্সিল হওয়ার কথা ছিল কিন্তু এলাকায় অস্ত্র নিয়ে কিছু বহিরাগত এসে একটা বিশৃংখলা ঘটনা ঘটাতে চেয়েছিল তাই আমরা আওয়ামীলীগ নেতৃবৃন্দগণ কাউন্সিল স্থগিত করেছি।।
Leave a Comment