শূন্য হওয়া জাতীয় সংসদের চারটি আসনের উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া হিসেবে বৃহস্পতিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি।
ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি নবীউল্লাহ নবী ও বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে থেকে নবী উল্লাহ নবীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন যাত্রাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাদল সরদার। এ সময় অধ্যক্ষ সেলিম ভূইয়া নিজেই তার মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দুপুর পৌনে দুইটা পর্যন্ত বেশ কয়েকজন প্রার্থী ফরম ক্রয় করেছেন। এর মধ্যে ঢাকা-১৮ আসনে যুবদলের মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর, তরুণ ব্যবসায়ী বাহাউদ্দিন সাদি রয়েছেন।
এসএস জাহাঙ্গীর দক্ষিণখান থানা বিএনপি সভাপতি শাহাবুদ্দিন সাগর, দক্ষিণখান থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর, ডিএনসিসি আলী আকবর আলীসহ ৭ থানার অধিকাংশ সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এদিকে বাহা উদ্দিন সাদী তার এলাকায় কয়েক শ নেতাকর্মী নিয়ে ফরম কিনেছেন বলে জানা গেছে।