আজ সন্ত্রাসবিরোধী রাজু দিবস। রাজু দিবসের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা সংলগ্ন রাজু স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধার্ঘ্য প্রদান করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
পরে মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সমাবেশে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে রাষ্ট্রীয় সন্ত্রাস রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৯২ সালের ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময়ে ক্যাম্পাসে অস্ত্রবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে মিছিলের নেতৃত্ব দেন মঈন হোসেন রাজু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিলটি স্বোপার্জিত স্বাধীনতার কাছাকাছি আসলে সেখানে গুলি চালায় ছাত্রদলের সন্ত্রাসীরা। শহিদ হন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মঈন হোসেন রাজু।