সাম্প্রতিক শিরোনাম

রাস্তায় রাস্তায় ছাত্রলীগ নেতা-কর্মীদের স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরন

করোনাভাইরাসের বিস্তার রোধ ও মানুষকে সচেতন করার লক্ষ্যে রাস্তায় হ্যান্ড সেনিটাইজার বিতরন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। রাজধানীর বিভিন্ন অলিতে-গলিতে মাস্ক, স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট প্রচার করছে সংগঠনটি। 

ছাত্রলীগের নেতারা জানান, ছাত্রলীগের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়। রাজধানীতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের পর জেলা ও বিভাগ পর্যায়ে ছাত্রলীগের নেতারা এসব বিতরণ করবেন। আগামীকাল শনিবার থেকে ছাত্রলীগের সব ইউনিট একত্রে সারাদেশে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে। দেশের এই সমস্যায় ছাত্রলীগ বসে থাকতে পারে না। আগামীকাল শনিবার থেকে সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা লিফলেট মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করবে। যেকোনো প্রয়োজনে ছাত্রলীগের পক্ষ থেকে টিম প্রস্তুত করা হচ্ছে যারা সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, শাহবাগ, ঢাকা কলেজ ও ধানমন্ডিতে আওয়ামী লীগের অফিসের সামনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে তারা। করোনাভাইরাস প্রতিরোধে সরকার সর্বাত্মক চেষ্টা করলেও ছাত্র সংগঠন হিসেবে মানুষকে সহায়তা করতে এগিয়ে আসলো ছাত্রলীগ। এর আগে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শ্রমজীবী মানুষের মধ্যে স্যানিটাইজার বিতরণ করেছে।

একটি ট্রাকের ওপর মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে দাঁড়িয়ে সেগুলো বিতরন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হাতে গ্লাভস মুখে মাস্ক লাগিয়ে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য রাজধানীবাসীর হাতে একটি করে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিচ্ছেন।  ‌ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কালের কণ্ঠকে বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসা উচিত। এটা কারো একার সমস্যা নয়, এটা একটা জাতীয় সমস্যা। রাজধানীবাসীকে করোনাভাইরাস রোধ ও সচেতন করতে প্রাথমিকভাবে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করছি। একই সঙ্গে কিভাবে করোনাভাইরাস থেকে মুক্ত থাকা যায় সে বিষয়ে সচেতনতামূলক লিফলেট প্রচার করছি।’

প্রাথমিকভাবে ১০ হাজার মাস্ক ও স্যানিটাইজার তৈরি করে রাজধানীতে বিতরণ করা হয়েছে। এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় লিফলেট প্রচার করছে ছাত্রলীগ।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...