রোজাদারদের মাঝে পাঁচলাইশ থানা ছাত্রলীগের ইফতার বিতরণ

আজ ২৪শে এপ্রিল (শনিবার) বিকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন খতিবেরহাট এলাকায় প্রায় ৫০০ জন রোজাদার ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করেছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ। এসময় থানা ছাত্রলীগ নেতা আবুল কালাম সাগরের সভাপতিত্বে ও আহনাফ মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভি।

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য দাদার নির্দেশে আমরা মহানগর ছাত্রলীগ শুরু থেকেই করোনা মোকাবেলায় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। রমজানে সাধারণ মানুষের কাজের ক্ষেত্র সংকুচিত হওয়ায় আমরা প্রতিদিন ইফতার ও সেহেরী বিতরণের উদ্দ্যোগ নিয়েছি। ইনশআল্লাহ্, আমাদের এই কার্যক্রম পুরো রমজান মাস ব্যাপী চলমান থাকবে।’