লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার জুম্মার পর লিপলেট বিতরন, মাইকিং ও জিবানুনাশক ঔষধ ছিটানো হয়। যার নেতৃত্ব দিয়েছে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু।
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী বাবলু বলেন, মরণঘাতী নোভেল কোভিট-১৯ করোনাভাইরাস প্রতিরোধে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে জন সচেতনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছেন তিনি। এর আগে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
তিনি এলাকা বাসীর উদ্দেশ্যে বলেন, “ঘরে থাকুন নিরাপদে থাকুন, আপনার ত্রান সামগ্রী আপনার ঘরে পোছে যাবে”। তিনি বলেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিট সংঘবদ্ধভাবে কাজ করছে। ইউনিয়ন ও কলেজ ইউনিট গুলো নিজ নিজ এলাকায় ত্রান বিতরন, মাইকিং ও জীবানুনাশক ছিটাচ্ছে।
এই সময় উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি এম মাসুদুর রহমান মাসুদ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সদস্য শাহ পরান শাকিল, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু প্রমূখ।