সাম্প্রতিক শিরোনাম

সচেতনতা বৃদ্ধির জন্য তপ্ত দুপুরে রোদে দাঁড়িয়ে ছাত্রলীগের রুবেল-শামীম'রা

উপজেলা প্রশাসনের দেওয়া স্বেচ্ছাসেবকের কার্ড গলায় নিয়ে তপ্ত দুপুরের প্রখর রোদে দাড়িয়ে ছাত্রলীগের রুবেল-শামীম’রা হ্যান্ড মাইকে বলে যাচ্ছে ‘নিতান্তই প্রয়োজনে যারা বাজারে এসেছেন তারা সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। বাজারের মোড়ে মোড়ে বেসিন স্থাপন করা হয়েছে। কাজের শেষে সেখানে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে দ্রুত বাড়িতে যান। আর অকারণে কেউ ঘরের বাইর হবেন না।’ সিরাজগঞ্জের তাড়াশে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে নিরলসভাবে স্বেচ্ছায় কাজ করে চলেছেন উপজেলা ছাত্রলীগ।

দৈনিক ইত্তেফাকের এক সংবাদে বলা হয়, বাজারের গুরুত্বপূর্ণ চৌরাস্তা মোড়ে একপাশে দাঁড়িয়ে আছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, আরেক পাশে দাঁড়িয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আহাম্মেদ আকাশ। ডাকঘর মোড়ে লাগাতার হ্যান্ড মাইকিং করছেন ছাত্রলীগ কর্মী সাকলাইন হোসেন সাগর ও ছোটন আহম্মেদ। সর্বোপরি করোনাভাইরাস প্রতিরোধে পুরো বাজার এলাকা জুড়ে সকাল থেকে রাত অবধি সাধারণ মানুষকে সচেতন করে চলেছেন ছাত্রলীগের ৭০ জন নেতাকর্মী।

এদিকে তাড়াশ উপজেলা ছাত্রলীগ এরূপ মহতী উদ্যোগ গ্রহণ করায় তাদের সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক শামীম আহাম্মেদ আকাশ জানান, করোনা ভাইরাসের কারণে উপজেলার সব মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। জনসচেতনতার মাধ্যমে তাদের নিরাপদ রাখতেই ছাত্রলীগ কাজ করছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান দৈনিক ইত্তেফাককে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে ছাত্রলীগের স্বেচ্ছাশ্রম নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...