দেশের এই ক্রান্তিলগ্নে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। আজ রবিবার, রাজধানীর বিভিন্ন স্থানে স্যানেটাইজার, মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
এসময় জয় আরও বলেন,বর্তমানে সারা বিশ্ব এক কঠিন সময় পার করছে। এ সময় আতঙ্কিত না হয়ে সচেতন থাকা বেশী জরুরী। সচেতনতাই করোনা প্রতিরোধের প্রধান উপায়। দেশের সকল দুর্যোগকালীন সময়ে ছাত্রলীগ তার ভূমিকা রেখেছে। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে আজ ছাত্রলীগ আবার মাঠে নেমেছে এবং আমাদের এ কার্যক্রম সারাদেশে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে।
এসময় জয় অন্যান্য ছাত্রসংগঠনের সমালোচনা করে বলেন, ছাত্রলীগ ব্যতীত অন্য কোন ছাত্রসংগঠন করোনা মোকাবেলায় কোন কার্যকরী ভূমিকায় নেই। রাজনীতি মানুষের কল্যানের জন্য। দেশের এ কঠিন পরিস্থিতিতে সবাইকে দেশের মানুষের কল্যানে কাজ করে যেতে হবে।
উল্লেখ্য, গত ২১ শে মার্চ থেকে রাজধানীসহ সারা দেশে মাস্ক, স্যানেটাইজার ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করছে সংগঠনটি। ইতোমধ্যেই তারা বিভিন্ন ইউনিটে মেডিক্যাল টিম গঠন করেছে এবং হটলাইন সেবার মাধ্যমে করোনা সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান ও পরামর্শ সেবা প্রদান করছে।