সাম্প্রতিক শিরোনাম

সাম্যবাদী নেতা মন্মথ দে’র ৩২ তম মৃত্যুবার্ষিকী আজ

কমরেড মন্মথ নাথ দে মন্মথ দে নামেই অধিক পরিচিত ছিলেন। ১৯১০ সালের ১০ ডিসেম্বর শেরপুর জেলার চর মধুয়া গ্রামে তার জন্ম। ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই তাঁর রাজনৈতিক জীবনের হাতেখড়ি। একসময় যুক্ত হয়ে পড়েন কমিউনিস্ট পার্টির সাথে। বৃহত্তর ময়মনসিংহ জেলার কমিউনিস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে থাকেন এবং ১৯৪২ সালে পার্টির সদস্যপদ লাভ করেন। আদর্শের প্রশ্নে আপোষহীন এই কমিউনিস্ট নেতা তাঁর নিরলস কাজের মধ্য দিয়েই হয়ে উঠেছিলেন একজন খাঁটি কমিউনিস্ট। হয়ে উঠেছিলেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রিয় নেতা।

সমাজ বদলের লড়াই তথা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে নিজেকে নিবেদিত রেখেছিলেন আজীবন। ভোগ করেছেন জেল-জুলুম-হুলিয়া। রাজনৈতিক জীবনের প্রায় ২০ বছর তিনি কারাভোগ করেছেন ব্রিটিশ ও পাকিস্তান আমলে; এমন কি স্বাধীন বাংলাদেশেও। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে এদেশের স্বাধীনতাযুদ্ধেও রেখেছেন অনন্য ভূমিকা। তিনি অকৃতদার ছিলেন।সর্বশেষে তিনি ছিলেন সিপিবি জামালপুর জেলা কমিটির সাধারন সম্পাদক।

কমরেড মন্মথ দে সর্বশেষ গ্রেপ্তার হন ১৯৮৩ সালে। আর তখনই সামরিক জান্তা বৃদ্ধ বয়সেও তাঁর উপর চালায় অকথ্য নির্যাতন। যে কারণে তাঁর দু’টি কিডনিই নষ্ট হয়ে যায়। ভীষণ অসুস্থ অবস্থায় জেলখানা থেকে মুক্তি পান। কিন্তু সীমাহীন অত্যাচারের ধাক্কা সামাল দিয়ে তিনি আর স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি।

১৯৮৮ সালের ১৯ মার্চ বিপ্লবী এই কমরেডের ঢাকার পিজি হাসপাতালে জীবনাবসান হয়। জামালপুরের সর্বস্তরের জনগণের অন্তিম শ্রদ্ধা নিবেদন শেষে পরদিন জামালপুর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

সাম্প্রতিক / সম

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...