স্বেচ্ছাসেবক লীগের সা. সম্পাদক পঙ্কজ দেবনাথকে সকল সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ

স্বেচ্ছাসেবক লীগের সা. সম্পাদক পঙ্কজ দেবনাথকে সকল সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসারকে অব্যাহতি দেয়ার একদিন পরে সংগঠন‌টির সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকেও সংগঠনের সব ধর‌নের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেয়া।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ বাহাউদ্দিন নাছিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তি‌নি জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হা‌সিনার এই নির্দেশ এরই মধ্যে পংকজ নাথকে জানিয়ে দিয়েছেন দল‌টির সম্পাদক ওবায়দুল কাদের।

দশম জাতীয় নির্বাচনে বরিশাল-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পংকজ নাথ। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে নির্বাচিত হয়েছেন। ২০০৩ সালে স্বেচ্ছাসেবক লী‌গের প্রথম সম্মেলনে আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সঙ্গে সাধারণ সম্পাদক হয়েছিলেন পংকজ।

২০১২ সালে সংগঠন‌টির দ্বিতীয় সম্মেলনেও মোল্লা মে‌াহাম্মদ আবু কাওছার সভাপ‌তি এবং পঙ্কজ দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সংগঠনটির তৃতীয় সম্মেলন আগামী ১৬ নভেম্বর (শনিবার)।