করোনা রোগীদের সঠিক পরিচর্যা হচ্ছে কিনা ঘুরে ঘুরে তা মনিটরিং করছে ছাত্রলীগ। চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা পরিস্থিতি মনিটরিং কর্মসূচির তৃতীয় দিনে আজ শনিবার (৬ জুন) নগরীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মনিটরিং শেষে তারা অভিযোগ করেন, বেশিরভাগ হাসপাতালে চিকিৎসক সঙ্কটের পাশাপাশি আই সি ইউ সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এরআগে সমন্বয় সভার মাধ্যমে বেসরকারি হাসপাতালগুলোকে সেবা বাড়ানোর আহ্বান জানানো হয়। এদিকে, রোগীদের পর্যাপ্ত সেবা দেয়ার দাবি জানিয়েছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।