আগামী ১০ ই অক্টোবর ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়ন এর প্রাথমিক সমাপনী থেকে এসএসসি পর্যন্ত এবং ছলিমপুর ইউনিয়নের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও ঈশ্বরদীতে বসবাসকারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরপ্রসিকিউশনের সাক্ষীদের সংবর্ধনা দেবে মানবাধিকার তৃণমূলকেন্দ্র। এই উপলক্ষে আজ ২১শে অক্টোবর ২০১৯ শনিবার মানবাধিকার তৃণমূল কেন্দ্র কেন্দ্রীয় কমিটি ঈশ্বরদী উপজেলা ও পৌর কমিটির সমন্বয় সভা ঈশ্বরদী সলিমপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত নায়েক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার তৃণমূল কেন্দ্রের কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সাক্ষী এবং জেলা সাক্ষী সুরক্ষা কমিটির সদস্য ও পাবনা জেলা কডিনেটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল সাংবাদিক জনাব আতম শহীদুজ্জামান নাসিম। সভায় অংশগ্রহণকারী সকলের সর্বসম্মতিক্রমে মানবাধিকার তৃণমূল কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুল গনি কে প্রধান অতিথি ও ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সর্বজন জনাব নুরুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অংশগ্রহণকারীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রুমি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রিন্টু বীর মুক্তিযোদ্ধা উমেদ আলী বিশ্বাস ঈশ্বরদী পৌর কমিটির সভাপতি আহমেদ আলী চাঁদ সাধারণ সম্পাদক সুজন মাহমুদ তৃণমূল কেন্দ্রে কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ সেলিম (হাজী সেলিম) প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সমিত জামান ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ইসাহাক আলী মালিথা সহ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “আমরা নিরপেক্ষ নই আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমাদের সংগঠনের কোনো যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামী স্বাধীনতা বিরোধী অপশক্তি বা তাদের উত্তরসূরি স্থান নেই হবে না এটা আমাদের গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে আমরা বিশ্বাস করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জনক বীর মুক্তিযোদ্ধারা বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান আর স্বাধীনতার ৪৮ বছর পরে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে তার যুদ্ধাপরাধীমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সফল করার জন্য আধ্যাত্মিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সাক্ষী দিয়েছেন তারা তারা বাংলামায়ের সূর্যসন্তান আমরা বীর মুক্তিযোদ্ধা এবং তাদের কাছে চিরঋণী কোন কিছুর বিনিময়ে তাদের এই ঋণ শোধ করা সম্ভব নয় “।
এছাড়াও তিনি এই অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানের নবগঠিত ঈশ্বরদী পৌর কমিটি ও নতুন সদস্যদের মধ্যে সংগঠনের আইডি কার্ড বিতরণ করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি।