সাম্প্রতিক শিরোনাম

হজের বাকি আর ৫ দিন

আজ পবিত্র জিলহজ মাসের ২য় দিবস। চতুর্দিকে হজ ও কোরবানির গুঞ্জন রয়েছে। কিন্তু খুব উৎসাহ ও হৈহুল্লোড়ের সঙ্গে নয়। কারণ, করোনা আতঙ্কে এ দুটি উৎসব আজ । সর্বত্র জীবনজীবিকা নিয়ন্ত্রিত ও বিধ্বস্ত। তাই ব্যাপারটি এমন দাঁড়িয়েছে। আমাদেরকে হজ ও কোরবানিও করতে হবে, জীবনজীবিকা রক্ষার ক্ষেত্রে বিধিবদ্ধ নিয়মকানুনও মেনে চলতে হবে। সমসাময়িক বিশেষজ্ঞদের পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে চলা ইসলাম বিরুদ্ধ নয় বরং ইসলামের ইতিহাসে লকডাউন, আইসোলেশন ইত্যাদি বিষয়ে উৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে এ পরিস্থিতিতে প্রচ- ধৈর্য ধারণেনরও তাগিদ এসেছে হাদিস শরীফে।

বুখারী শরীফের ৫৩১০ নম্বর হাদিস। হযরত উসামা ইবনে যায়েদ (রা.) হযরত সা’দ (রা.)-এর নিকট বর্ণনা করেছেন নবী করীম (স.) বলেছেন, ‘ইজা সামিতুম বিত্তাউন বিআরদিন ফালা তাদখুলু- হা…যখন তোমরা শুনবে যে, কোনস্থানে প্লেগ-মহামারী রোগ দেখা দিয়েছে, সেখানে যাবে না, আর কোনস্থানে প্লেগ রোগ দেখা দেয়ার সময় তোমরা সেখানে থাকলে সেখান থেকে চলে যাবে না।

তিনি মহামারী-প্লেগ রোগ সম্পর্কে নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন। তখন রাসুলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানালেন যে, এর সূচনা হয়েছিল, আযাবরূপে। আল্লাহ যাদের ওপর ইচ্ছা করেন তা প্রেরণ করেন। কিন্তু আল্লাহ একে ইমানদারদের রহমতস্বরূপ বানিয়ে রেখেছেন।

মহামারী ছড়িয়ে পড়ে, যে বান্দা একথা জেনে-বুঝেই ধৈর্য ধারণ করে সেই শহরে অবস্থান করে, এই ভেবে যে, আল্লাহ তার ভাগ্যে যা লিখে দিয়েছেন, তা ছাড়া আর কোন বালা মুসিবত তার ওপর আসবে না। তবে সেই বান্দা শহীদের সমতুল্য ছওয়াব পাবে। (বুখারী ৫৩১৬)।

রাসুলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্লেগ রোগে মৃত প্রত্যেক মুসলমান শহীদের মর্যাদায় অভিষিক্ত (হাদিস নং ৫৩১৪)। পরের হাদিসটিতেও একই কথা বলা হয়েছে। হজরত আবু হুরায়রা নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছেন, কলেরা বা পেটের দাস্ত ও প্লেগ রোগে মারা গেলে (সেই মুসলমান) শাহাদত লাভ করবে।

গত মার্চ মাস থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজ নিজ পরিবারে স্বেচ্ছায় অবরুদ্ধ জীবনযাপন করছি এবং ভয়ভীতি সামনে রেখে জবুথবু অবস্থায় জীবনযাপন করছি তা নিজ পরিবার ও সমাজের অন্যদের রক্ষার্থে একটি বড় ত্যাগী আচরণ। এ ত্যাগই আমাদেরকে দুনিয়াতে শান্তি দিতে পারে এবং আখিরাতে আল্লাহর নৈকট্য হাসিলের পথ দেখায়। ত্যাগের অপরূপ মহিমা শিক্ষা দিয়ে গেছেন নবী ইবরাহিম পবিত্র ঈদ-উল-আজহার পটভূমিকা ও মর্মবাণীতে।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...