সাম্প্রতিক শিরোনাম

মক্কায় যেভাবে উড়েছিলো ইসলামের পতাকা

হুদায়বিয়ার সন্ধিপত্রে যেসব শর্ত লিপিবদ্ধ হয়েছিলো, মুসলমানরা তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী পরিপূর্ণ নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে সেগুলো পালন করে আসছিলেন।কিন্তু ৮ম হিজরিতে কুরাইশরাসেইসন্ধিভঙ্গ করলো।নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দূত পাঠিয়ে চুক্তিনামা নবায়নের জন্য কুরাইশদের সামনে কতিপয় শর্ত উপস্থাপন করলেন এবং শেষের দিকে লিখে দিলেন যে, এ শর্তগুলো তাদের মনঃপুত না হলে হুদাবিয়ার সন্ধি ভেঙে গিয়েছে বলে মনে করতে হবে। কুরাইশরা সন্ধি ভঙ্গের প্রস্তাবই গ্রহণ করলো।

নবী করিম সাল্লাল্লাহু জিহাদের পূর্ণ প্রস্তুতি শুরু করে দিলেন এবং অষ্টম হিজরির ১০ই রমজানমঙ্গলবার আসরের নামাযের পর দশ হাজার সাহাবার বিরাট এক বাহিনীকে সাথে নিয়ে মদিনা থেকে বের হলেন। মক্কার উপকণ্ঠে পৌঁছার পর হযরত খালেদ বিন ওলিদকে মুসলিম-বাহিনীর একটি অংশসহউপর দিকের রাস্তা দিয়ে মক্কায় প্রবেশ করার জন্য প্রেরণ করলেন।তাদেরকে বলে দিলেন,‘কেউ তোমাদের সাথে সংঘর্ষে লিপ্ত না হলে তোমরাও সংঘর্ষে লিপ্ত হবে না।’

এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ংঅপর প্রান্তদিয়ে মক্কায় প্রবেশ করলেন এবং সাধারণ ঘোষণাদিলেন,‘যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, সে নিরাপদ।যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে, সেও নিরাপদ। যে ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে দেবে, সেও নিরাপদ।’

অবশ্য তিনি ১১ জন পুরুষ ৪ জন নারীর রক্ত ক্ষমা করেননি।কারণ, তাদের অস্তিত্বই ছিল যাবতীয় বিশৃঙ্খলার মূল; কিন্তু তারা সকলেই এদিক-সেদিক ছড়িয়ে পড়লো।পরে তাদের অধিকাংশই মক্কা বিজয়ের পর মদিনায় পৌঁছে ইসলাম গ্রহণ করে নিয়েছিলে।২০ই রমজান শুক্রবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ সম্পন্ন করলেন।তখনো পর্যন্ত কাবাঘরের আশপাশে ৩৬০ টি মূর্তি যথারীতি বিরাজ করছিলো।নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে একখণ্ড কাঠ ছিলো; তিনি একটি মূর্তির পাশ দিয়ে যেতেন আর কাঠটি দ্বারা সেদিকে ইঙ্গিত করতেন আর মূর্তিটি মুখ থুবড়ে পড়ে যেতো। তিনি তখন পাঠ করছিলেন—

তাওয়াফ সমাপ্ত করেনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাশরিফের চাবিবাহকউসমান ইবনে তালহা শাইবির নিকট হতে কাবাঘরের চাবি নিলেন এবং কাবা-অভ্যন্তরে প্রবেশকরলেন।সেখান থেকে বের হয়েমাকামে ইবরাহিমে নামায আদায়করলেন।নামায শেষে তিনি মসজিদে তাশরিফ নিয়েগেলেন।আজ তিনি কুরাইশদের ব্যাপারে কি নির্দেশ জারি করেন, লোকজন গভীর উৎকণ্ঠায়সে অপেক্ষাই করছিলো।কিন্তু সকলদ্বিধা, সংশয় ও উৎকণ্ঠার অবসান ঘটিয়েবিশ্ব-রহমতসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সম্বোধন করে বললেন,‘তোমার সকল দিক থেকেস্বাধীন ও নিরাপদ।’তারপর তিনি কাবাঘরের চাবিও তাদেরকে ফেরত দিয়েদিলেন।

আবু সুফিয়ান যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরবিরুদ্ধেকুরাইশদের সর্বাপেক্ষা বড় নেতা ছিলেন এবং কুরাইশদের পরিচালিত প্রায় সবকটি যুদ্ধে তিনি প্রধান সেনাপতির ভূমিকা পালন করে আসছিলেন।মক্কা বিজয়ের প্রাক্কালে গোপনে মুসলিম-বাহিনীর সংবাদ সংগ্রহ করার উদ্দেশ্যে মক্কা হতে বের হলে সাহাবারা তাকেগ্রেফতারকরলেন।কিন্তু গ্রেফতারের পর রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিতকরা হলে তাকে ক্ষমার নির্দেশ প্রদান করা হলো।নবীজির মহত্ত্ব ও উদারতার ফলশ্রুতিতে আবু সুফিয়ানসাথে সাথেই মুসলমান হয়েগেলেন।

মক্কা বিজয়েরদিন এক ব্যক্তি হাঁপাতে হাঁপাতে কাঁপতে কাঁপতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো।আপাদমস্তক করুণার নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবললেন, ‘শান্ত হও, আমি কোনোরাজা-বাদশা নই, একজন সাধারণ মায়ের সন্তান।’

মক্কা বিজয়েরপর ১৫দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসেখানে অবস্থান করেন।এ সময়মদিনার আনসারগণ এ কথা ভেবেমনে কষ্ট পাচ্ছিলেন, এখন হয়তো নবীজি মক্কাতেই থেকে যাবেন আর আমরা তাঁর নিকট থেকেদূরে থেকে যাবো।কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামযখন তাঁদের এই সংশয় আঁচ করতে পারলেন, তখন তিনিবললেন, ‘এখন তো আমার জীবন-মরণ তোমাদেরই সাথে জড়িত।’

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...