সাম্প্রতিক শিরোনাম

অবিস্মরণীয়ঃ সবুর খান – খান এ সবুর

অবিস্মরণীয়ঃ সবুর খান - খান এ সবুর

খান-এ-সবুর, যে যাই বলুক না ক্যানো, আদতে খুলনার মহানায়ক। খুলনা বাংলাদেশের রাজাকারদের টরটুগা (অঘোষিত রাজধানী বিশেষ)।
খুলনা মহানগরীর সবচেয়ে ব্যস্ত সড়কটির নামকরণ করা হয়েছে এই মহানায়কের নামে, এমনকি সবচেয়ে জনপ্রিয় মহাবিদ্যালয়টির নামকরণ করা হয়েছে তাঁর অতিঘনিষ্ঠ চামচিকাটির নামে (সরকারি মজিদ মিয়া মেমোরিয়াল সিটি কলেজ)।
১৯০৫ সালে প্রভু কার্জন যখন বংগভংগ ঘটান, খুলনা পশ্চিম বাংলার অন্তর্ভুক্ত ছিল, অথচ ১৯৪৭ সালে ভারত বিভাজনে খুলনা কিনা এসে পড়লো পূর্ব বাংলায়! বলা হয়ে থাকে যে এই আশ্চর্য্যসাধন সম্ভব হয়েছিলো আমাদের প্রিয় মহানায়ক আব্দুস সবুর খানের বদৌলতে। যিনি মুর্শিদাবাদের ক্ষতিপূরণ হিসেবে তাঁর নিজভূম খুলনাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন এবং বহু আলোচনা আর সমঝোতার পর, পেয়েওছিলেন।
“হিন্দুরাষ্ট্রের” হাত থেকে নিজের জন্মভুমি (সে আমলে বাগেরহাটও খুলনা জেলার অন্তর্ভুক্ত ছিলো) রক্ষার পর তিনি কোন সময় নষ্ট করেননি। ১৯৬৪এ পাকিস্তানের ‘ধর্ম নিরপেক্ষ লৌহমানব’ আইয়ুব খানের উষ্কানিতে পূর্ব বাংলায় শুরু হওয়া মহান হিন্দু বিতাড়ন আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে তিনি বিহারী সংখ্যাগরিষ্ঠ ২০ হাজার জনশক্তির এক সুবিশাল বাহিনী গড়ে তোলেন যাঁরা সেই জামানায় ৩শত আগ্নেয়াস্ত্রে বলিয়ান হয়ে পরবর্তী কয়েকদিনে আশেপাশের এলাকাগুলোতে প্রায় ৬০০ হিন্দুকে হত্যা করেন, এছাড়া চলে ব্যপক হারে হিন্দু জমি অধিগ্রহণ, বলপূর্বক ধন্মন্তরিকরণ, ধর্ষণ ও অগ্নিসংযোগ।
এই সময়ের লব্ধ জ্ঞানই তাঁকে ১৯৭১এ আবারো উদ্বুদ্ধ করে, যখন তিনি খুলনা অঞ্চলে শক্তিশালী চন্দ্রবাহিনী (আল-বদর) গঠন করেন।
জেনেরাল জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধার কালে তিনি বাংলাদেশে পুনরায় মুসলিমলীগ গড়ে তোলেন এবং খুলনার যে তিনটি আসনে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হন, তারই ১টায় (খুলনা-২) আজপর্যন্ত ‘গণতন্ত্রের মাতা’ বেগম খালেদা জিয়া বারবার নির্বাচিত হয়ে আসছেন।
এই পুলকের কোন শেষ নেই, হুমার ভাষায়- “এই আনন্দের জন্ম এই পৃথিবীতে নয়, তার বাইরে কোথাও!”

অবিস্মরণীয়ঃ সবুর খান - খান এ সবুর

সংগৃহীতঃ
কুখ্যাত রাজাকার সবুর খান পলাইয়াছে
(ফেব্রুয়ারী, ১৯৭২ সালের পত্রিকার সংবাদ, দৈনিক বাংলা)
কুখ্যাত রাজাকার সবুর খানের সম্পত্তি ও মালামাল ক্রোক
(ফেব্রুয়ারী ১৯৭২ সালের পত্রিকার সংবাদ, দৈনিক বাংলা)
দালাল সবুর গ্রেফতার
(মার্চ, ১৯৭২ সালের পত্রিকার সংবাদ,দৈনিক বাংলা)
দালাল সবুরের বিচার শুরু
(জুন, ১৯৭২ সালের পত্রিকার সংবাদ)
সবুর খানের মুক্তি
(ডিসেম্বর ১৯৭৩ এর পত্রিকার সংবাদ, ইত্তেফাক ও দৈনিক বাংলা)
বর্ষীয়ান পার্লামেন্টিরিয়ান সবুর খান হাসপাতালে ভর্তি
(ডিসেম্বর, ১৯৭৩ সালের পত্রিকার সংবাদ দৈনিক বাংলা, ইত্তেফাক)
জনতার উদ্দেশ্যে ভাষন দিচ্ছেন প্রখ্যাত পার্লামেন্টিরিয়ান সবুর খান
(ডিসেম্বর, ১৯৭৮ সালের পত্রিকার সংবাদ, ইত্তেফাক, দৈনিক বাংলা)
প্রখ্যাত রাজনীতিবিদ সবুর খান মুসলিম লীগের কনভেনার হয়েছেন
(এপ্রিল,১৯৮১ সালের পত্রিকার সংবাদ দৈনিক বাংলা, ইত্তেফাক)
প্রখ্যাত, বর্ষীয়ান, সাবেক যোগাযোগ মন্ত্রী সবুর খান মৃত্য বরণ ক
রেছেন
(জানুয়ারী ১৯৮২ সালের পত্রিকার সংবাদ, দৈনিক বাংলা, ইত্তেফাক)
যথাযোগ্য মর্যাদায় বিশিষ্ট রাজনীতিবিদ সবুর খানকে জাতীয় কবরস্থানে দাফন
(জানুয়ারী, ১৯৮২ সালের পত্রিকার সংবাদ, দৈনিক বাংলা ও ইত্তেফাক)

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...