সাম্প্রতিক শিরোনাম

করোনা ভাইরাসের ইস্যুতে:সাভারে দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা

মোঃইয়াসিন,সাভার প্রতিনিধি: নোভেল করোনাভাইরাসের (কেভিড-১৯) পাদুর্ভাব ও প্রতিরোধ করতে সাভারের হেমায়েতপুরে এই প্রথম দু’টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

রোববার (২২ মার্চ) রাত ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) আলামিন।

এর আগে, হেমায়েতপুরের শ্যামপুরে অবস্থিত ‘দিপ্ত এ্যাপারেলস লি:’ ও ভারারী এলাকায় অবস্থিত ‘ডার্ড গার্মেন্টস লি:’ কারখানায় বন্ধের নোটিশ দেওয়া হয়।

একই গ্রুপ অব কোম্পানির কারখানা দু’টিতে প্রায় ৮ হাজার পোশাক শ্রমিক কাজ করতেন।

নোটিশে বলা হয়, দেশে করোনাভাইরাস (কেভিড-১৯) এর প্রকোপের কারণে কারখানায় কর্মরত শ্রমিক/কর্মচারীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সোমবার(২৩মার্চ) থেকে পরর্বর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। উক্ত বন্ধের সময় সকলকে প্রয়োজনীয় সুরক্ষা বিধি মেনে চলতে বলা হয়েছে।
পরবর্তীতে করোনাভাইরাসের উন্নতি হলে কারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সকলকে জানানো হবে।

এ বিষয়ে দিপ্ত এ্যাপারেলসের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শুভ’র মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) আলামিন জানান, বন্ধ হয়ে যাওয়া দু’টি কারখানার কর্তৃপক্ষকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে, বন্ধকালীন সময় শ্রমিকদের কি ভাবে বেতন দেওয়া হবে? এমন প্রশ্নে জবাবে কারখানার কর্তৃপক্ষ বলেছেন, এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারি ভাবে যে নির্দেশনা দেওয়া হবে তাই মানা হবে।


এছাড়া বন্ধকালীন কোনো এক সময় সকল শ্রমিককে চলিত মাসের বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...