সাম্প্রতিক শিরোনাম

পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই

করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩৯২ জন পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেরই ৪০ জন সদস্য আক্রান্ত হয়েছেন।

সংক্রমণের ঝুঁকিতে আছেন, এমন এক হাজারেরও বেশি পুলিশ সদস্যকে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে (সঙ্গরোধ) পাঠানো হয়েছে।

পুলিশ সদর দফতর এবং ডিএমপি এসব তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, পুলিশ সদস্যরা যে হারে করোনায় সংক্রমিত হচ্ছে তা উদ্বেগজনক। সামনে মাঠ পর্যায়ে পুলিশকে করোনার আরো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। পেশাজীবীদের মধ্যে এখন পর্যন্ত একক হিসাবে পুলিশেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আর যেসব পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন তাদের অনেকেই তরুণ ও অবিবাহিত।

বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা দুই লাখের বেশি। পুলিশের কর্মকর্তা ছাড়া অনেক পুলিশ সদস্যই অবস্থান করেন ব্যারাকে বা জেলাগুলোর পুলিশ লাইনসে।

এসব জায়গায় একটি কক্ষে ১২ থেকে ১৫ জন করে সদস্য থাকেন।

সেখানে একজন থেকেই অনেকের মধ্যে সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে।

তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, করোনা সংক্রমণের শুরু থেকেই মাঠ পর্যায়ে নানা ধরনের দায়িত্ব পালন করছেন পুলিশ। রোগীদের হাসপাতালে পৌঁছানো থেকে শুরু করে মানুষের সঙ্গরোধ নিশ্চিত করা, করোনা আক্রান্ত অলি-গলিতে টহল ডিউটি, রাস্তায় জীবাণুনাশক ছিটানো, ত্রাণ বিতরণ, ত্রাণ বিতরণে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা, আক্রান্ত রোগীর দাফনেও সক্রিয় ভূমিকা রাখতে হচ্ছে। তাই পুলিশের সংক্রমণের ঝুঁকি বেশি থাকবেই।

উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক দিকনির্দেশনা ও করোনা মোকাবিলায় নিজেদের করণীয় সম্পর্কে নিয়মিত ব্রিফ করেছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

বেনজির আহমেদ বলেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ পুলিশের অন্যান্য হাসপাতালগুলোতে করোনা সংক্রান্ত চিকিৎসা সুবিধা বাড়ানো হয়েছে। এছাড়া, বিভাগীয় পর্যায়েও নেয়া হয়েছে সুচিকিৎসার ব্যবস্থা।

করোনায় আক্রান্ত পুলিশের যেকোনো সদস্যের সুচিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যাপ্ত আয়োজন রাখা হয়েছে।

দেশ ও জনগণের কল্যাণে যারা আত্মনিয়োগ করেছেন তাদের প্রতি এ দেশের মানুষেরও অকুণ্ঠ ভালবাসা ও শ্রদ্ধা রয়েছে।

সুরক্ষার বিষয়ে আইজিপি বলেন, দায়িত্বপালনরত সকল পুলিশ সদস্যের জন্য পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রী সংগ্রহ করা হয়েছে এবং তা বিভিন্ন ইউনিটেও পৌঁছে দেয়া হচ্ছে।

অন্যদিকে ডিএমপির করোনা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, পুলিশের যে সদস্যরা আক্রান্ত হয়েছেন, তারা সবাই বাইরে দায়িত্ব পালনে ছিলেন।

অসাবধানতাবশত মানুষের কাছাকাছি চলে যাওয়ায় এমন সংক্রমণ হওয়ার ঘটনা ঘটছে। আমাদের আরও সতর্ক ভাবে কাজ করতে হবে।

যারা আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। তাদের সঙ্গে যারা মিশেছেন তাদের সঙ্গরোধে পাঠানো হয়েছে।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...