সাভারে বিয়ের প্রলোভনে দেখিয়ে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন (২১) নামে এক যুবককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আজ শুক্রবার সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অর্পূব দাস ধর্ষণের অভিযোগ ও আটককের বিষয়টি নিশ্চিত করেন ।
পরে ওই যুবক বিভিন্ন সময় ওই কিশোরীর বাসায় বিভিন্ন কারণ দেখিয়ে আসা যাওয়া করতেন। বাসায় যাতায়াতের সুবাদে ওই কিশোরীকে কৌশলে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন ওই যুবক। পরে হঠাৎ করেই ওই কিশারী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং ওই যুবককে বিষয়টি জানান। কিন্তু সেই সময় কিশোরীকে মারধর করে এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান ওই যুবক।
৮ মাস পূর্বে ওই যুবককের সাথে পরিচয় হয় তার । এরপর থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা
ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে কথিত প্রেমিককে আটক করা হয়েছে। ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)-তে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।