সাম্প্রতিক শিরোনাম

ভাতার টাকা ত্রাণ তহবিলে দিলেন সরিষাবাড়ীর মুক্তিযোদ্ধা কোরবান আলী

মুক্তিযোদ্ধা কোরবান আলী ১১ নম্বর সেক্টরের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি করোনাভাইরাস মোকাবিলাকেও যুদ্ধ মনে করেন।

১৯৭১ সালে যেমন শত্রুরা দেশের সব শ্রেণিপেশার মানুষকে নির্বিচারে হত্যা করেছে, একইভাবে করোনাভাইরাসেও মানুষ মরছে। তাই তিনি এর বিরুদ্ধেও যুদ্ধে নেমেছেন।কিন্তু এই যুদ্ধ আবার ব্যতিক্রম। এটা অস্ত্রের যুদ্ধ নয়। মানুষকে সাহায্যের মাধ্যমে জয়ী হতে হবে।

তাই তিনি করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষের জন্য ঈদের আগে পাওয়া মুক্তিযোদ্ধা ভাতার ১০ হাজার টাকা ত্রাণ তহবিলে দিয়েছেন।কোরবান আলী জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর এক মাসের ভাতার ১০ হাজার টাকা সরিষবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পৌঁছে দেওয়ার জন্য।

মুক্তিযোদ্ধা কোরবান আলী বলেন, একটি অদৃশ্য বস্তু, পৃথিবীকে ওলটপালট করে দিয়েছে। সবাই এই করোনা নামক বস্তুর কাছে অসহায়। এই করোনা মোকাবিলার যুদ্ধ ব্যতিক্রম।

এর থেকে বাঁচতে হলে সবাইকে ঘরে থাকতে হবে। একই সঙ্গে ঘরে থাকা মানুষদের বাঁচাতে খাবার ও সাহায্যের ব্যবস্থা করতে হবে।

এই যুদ্ধে নিজেকে বাঁচাতে হবে এবং অন্যকে রক্ষা করতে হবে। তিনি বলেন, ‘সবাইকে এগিয়ে আসতে হবে।

আমার দেখাদেখি হয়তো আরেকজন এই কাজটি করতে পারেন। এভাবেই সবাই মিলে এই করোনা যুদ্ধ মোকাবিলা করব।’

ইউএনও শিহাব উদ্দিন আহমদ বলেন, ওই টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পৌঁছে দেওয়া হবে। তিনি সমাজের সচ্ছল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...