সাম্প্রতিক শিরোনাম

ভাতার টাকা ত্রাণ তহবিলে দিলেন সরিষাবাড়ীর মুক্তিযোদ্ধা কোরবান আলী

মুক্তিযোদ্ধা কোরবান আলী ১১ নম্বর সেক্টরের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি করোনাভাইরাস মোকাবিলাকেও যুদ্ধ মনে করেন।

১৯৭১ সালে যেমন শত্রুরা দেশের সব শ্রেণিপেশার মানুষকে নির্বিচারে হত্যা করেছে, একইভাবে করোনাভাইরাসেও মানুষ মরছে। তাই তিনি এর বিরুদ্ধেও যুদ্ধে নেমেছেন।কিন্তু এই যুদ্ধ আবার ব্যতিক্রম। এটা অস্ত্রের যুদ্ধ নয়। মানুষকে সাহায্যের মাধ্যমে জয়ী হতে হবে।

তাই তিনি করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষের জন্য ঈদের আগে পাওয়া মুক্তিযোদ্ধা ভাতার ১০ হাজার টাকা ত্রাণ তহবিলে দিয়েছেন।কোরবান আলী জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর এক মাসের ভাতার ১০ হাজার টাকা সরিষবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পৌঁছে দেওয়ার জন্য।

মুক্তিযোদ্ধা কোরবান আলী বলেন, একটি অদৃশ্য বস্তু, পৃথিবীকে ওলটপালট করে দিয়েছে। সবাই এই করোনা নামক বস্তুর কাছে অসহায়। এই করোনা মোকাবিলার যুদ্ধ ব্যতিক্রম।

এর থেকে বাঁচতে হলে সবাইকে ঘরে থাকতে হবে। একই সঙ্গে ঘরে থাকা মানুষদের বাঁচাতে খাবার ও সাহায্যের ব্যবস্থা করতে হবে।

এই যুদ্ধে নিজেকে বাঁচাতে হবে এবং অন্যকে রক্ষা করতে হবে। তিনি বলেন, ‘সবাইকে এগিয়ে আসতে হবে।

আমার দেখাদেখি হয়তো আরেকজন এই কাজটি করতে পারেন। এভাবেই সবাই মিলে এই করোনা যুদ্ধ মোকাবিলা করব।’

ইউএনও শিহাব উদ্দিন আহমদ বলেন, ওই টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পৌঁছে দেওয়া হবে। তিনি সমাজের সচ্ছল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...