সাম্প্রতিক শিরোনাম

মার্কেট বন্ধ করতে বলায় পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের ধস্তাধস্তি

পাবনার ঈশ্বরদীতে দোকান বন্ধ করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার সাহাপুর নতুন হাট মোড়ে হাসেম সুপার মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, হাসেম সুপার মার্কেটের কসমেটিকস, জুতা-স্যান্ডেলসহ বিভিন্ন সামগ্রীর দোকান খোলা দেখে ঈশ্বরদী থানার এএসআই খায়রুল ইসলাম, কনস্টেবল ফুয়াদ ও রুহুল আমিন ওই মার্কেটের দোকান খোলা রাখার ব্যাপারে জানতে চায়। এমন কথা শুনে শান্ত নামের এক দোকানদার পুলিশকে উদ্দেশ্য করে গালাগালি দিলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়।

এ সময় আরো ব্যবসায়ীরা জড়ো হয়ে জটলা পাকাতে শুরু করে।

পরে পুলিশ শান্তকে আটক করে গাড়িতে উঠানোর চেষ্টা করলে শান্ত চিৎকার করলে অন্যান্য ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে পুলিশের নিকট থেকে ধস্তাধস্তির ও হাতাহাতির মাধ্যমে শান্তকে ছিনিয়ে নেয়।

এ সময় ব্যবসায়ীরা পুলিশকে ধাওয়া দিলে তারা দৌঁড়ে গাড়িতে উঠে আশ্রয় নিলে তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বলেও জানান স্থানীয়রা।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ঈশ্বরদী থানার অফিসারদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থলে যাওয়া এএসআই খায়রুল ইসলাম বলেন, আমরা ভালভাবে দোকান বন্ধ করতে বলেছি। কিন্তু শান্ত নামের এক দোকানী আমাদের গালাগালি করেন। তাকে পুলিশের গাড়িতে তোলার কথা বলায় অন্য ব্যবসায়ীরা আমাদের উপরে চড়াও হন।

এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, ঘটনাস্থলে গিয়ে সবার সাথে কথা বলে পরিবেশ ও পরিস্থিতি শান্ত করা হয়েছে।

তবে বিষয়টি যেহেতু পুলিশ নিজের ব্যাক্তিগত কাজে সেখানে যায়নি। সরকারী কাজ করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে সরকারী কাজে বাধা প্রদানের বিষয়টি বিবেচনা করে আইনত ব্যবস্থা নেওয়া হবে। মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...