সাম্প্রতিক শিরোনাম

৪৮ ঘন্টায় বিএসএফ এর গু'লিতে নি'হত ৬ বাংলাদেশি

গত ৪৮ ঘণ্টায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ’র গু’লি ও নি’র্যাতনে অন্তত ৬ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গতকাল নওগাঁর পোরশায় বিএসএফ’র গুলিতে তিন গরু ব্যবসায়ী ও যশোরের শার্শায় বিএসএফ’র নি’র্যাতনে এক যুবক নি’হত হয়। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি একজনের মৃ’ত্যুর কথা স্বীকার করেছে। এর আগে গত বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা সী’মান্তে বিএসএফের গু’লিতে দুই বাংলাদেশী যুবক নিহত হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠনো রিপোর্টে-
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশার হাঁপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র ছোড়া গু’লিতে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০ (এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে। তবে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) একজন নি’হতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, পোরশা উপজেলার বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে রজনিত কুমার (২৫), দিঘীপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে মফিজুল ইসলাম (৩৫) এবং কাঁটাপুকুরের মৃ’ত জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন (৩২)। নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার রাতে বেশ কয়েক যুবক ভারতের অভ্যন্তরে অবৈ’ধভাবে গরু নিতে প্রবেশ করে। তারা গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে বৃহস্পতিবার ভোর রাতে পোরশার উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে গু’লি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হয় হলেও তিন বাংলাদেশি যুবক গু’লিবি’দ্ধ হয়।
এ বিষয়ে ১৬-বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান তিনজন গু’লিবি’দ্ধের বিষয়টি শুনেছেন। তবে গু’লিবি’দ্ধের মধ্যে বাংলাদেশের মধ্যে মফিজুল ইসলাম নামে একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং অপর দু’জন ভারতের অভ্যন্তরে মা’রা গেছে কিনা খোঁজখবর নিচ্ছেন বলে জানান। তবে ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল বলেন, আমরা একজনের মা’রা যাবার কথা জানতে পেরেছি। অপর ২ জনের বিষয়ে জানার চেষ্টা চলছে। তিনি এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিবেন বলেও জানান।
স্টাফ রিপোর্টার, যশোর থেকে জানান, যশোরের শার্শা উপজেলার অগ্রভুলট সীমান্তে বিএসএফ’র নির্যা’তনে হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক ব্যক্তি নি’হত হয়েছে। সীমান্তের ওপারে ভারতের উত্তর ২৪ পরগনার বর্ণবাড়িয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা বুধবার রাতে নি’র্যাতন করে ওই বাংলাদেশি ব্যবসায়ীর লা’শ ফেলে যায়। পরে ভারতের গাইদঘাটা থানা পুলিশ লা’শ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। নিহ’ত হানেফ আলী শার্শার অগ্রভুলট গ্রামের শাহাজাহান আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান ও নি’হতের চাচা খবরের সত্যতা নিশ্চিত করে জানান, হানেফ আলী সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে যায়। এ সময় সে বণ্যবাড়িয়া বিএসএফ’র হাতে ধরা পড়ে। বিএসএফ সদস্যরা তাকে নির্ম’ম নি’র্যাতন করলে ঘটনাস্থলেই মারা যায়। পরে লা’শ ফেলে রেখে বিএসএফ সদস্যরা চলে গেলে গাইদঘাটা থানা পুলিশ লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। হানেফ আলী বুধবার বিএসএফ’র হাতে নিহ’ত হলেও খবরটি গতকাল বিকেলে তার পরিবার জানতে পরে। অগ্রভুলট বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন জানান, নি’হতের পিতা ক্যাম্পে এসে ঘটনাটি জানানোর পর বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আমন্ত্রণ জানানো হয়েছে। লা’শ ফেরত আনার চেষ্টা চলছে।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশার হাঁপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র ছো’ড়া গু’লিতে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০ (এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে। তবে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) একজন নি’হতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহ’তরা হলেন, পোরশা উপজেলার বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে রজনিত কুমার (২৫), দিঘীপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে মফিজুল ইসলাম (৩৫) এবং কাঁটাপুকুরের মৃ’ত জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন (৩২)। নি’হতদের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার রাতে বেশ কয়েক যুবক ভারতের অভ্যন্তরে অবৈ’ধভাবে গরু নিতে প্রবেশ করে।
তারা গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে বৃহস্পতিবার ভোর রাতে পোরশার উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে গু’লি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হয় হলেও তিন বাংলাদেশি যুবক গু’লিবিদ্ধ হয়। এতে গরু ব্যবসায়ী মফিজুল ইসলাম গু’লিবি’দ্ধ লা’শ বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে পড়ে ছিল। আর গরু ব্যবসায়ী রজনিত কুমার ও কামাল হোসেন এর লা’শ ভারতের ৮০০ গজ অভ্যন্তরে পড়ে ছিল।
এ বিষয়ে ১৬-বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান তিনজন গুলিবিদ্ধের বিষয়টি শুনেছেন। তবে গুলিবিদ্ধের মধ্যে বাংলাদেশের মধ্যে মফিজুল ইসলাম নামে একজন মা’রা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং অপর দু’জন ভারতের অভ্যন্তরে মা’রা গেছে কিনা খোঁজখবর নিচ্ছেন বলে জানান। তবে ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল বলেন, আমরা একজনের মা’রা যাবার কথা জানতে পেরেছি। অপর ২ জনের বিষয়ে জানার চেষ্টা চলছে।
তিনি এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিবেন বলেও জানান। স্টাফ রিপোর্টার, যশোর থেকে জানান, যশোরের শার্শা উপজেলার অগ্রভুলট সীমান্তে বিএসএফ’র নি’র্যাতনে হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক ব্যক্তি নি’হত হয়েছে। সীমান্তের ওপারে ভারতের উত্তর ২৪ পরগনার বর্ণবাড়িয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা বুধবার রাতে নি’র্যাতন করে ওই বাংলাদেশি ব্যবসায়ীর লাশ ফেলে যায়। পরে ভারতের গাইদঘাটা থানা পুলিশ লা’শ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। নিহ’ত হানেফ আলী শার্শার অগ্রভুলট গ্রামের শাহাজাহান আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান ও নি’হতের চাচা খবরের সত্যতা নিশ্চিত করে জানান, হানেফ আলী সীমান্ত অতিক্রম করে ভারতে যান।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...