পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ জন্য আগামী কাল (২৫ জানুয়ারি) থেকে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে । গত বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী প্রশ্ন ফাঁ’সের গু’জবে কান না দেয়ার আহ্বান জানান। একই সঙ্গে, ২৫শে জানুয়ারি থেকে পরবর্তী ১ মাস সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রী জানান, ২০২০ সালের এসএসসি পরীক্ষায় সারা দেশে ২০ লাখ ৪৭ হাজার ৭শ ৭৯ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে, নিয়মিত পরীক্ষার্থী ১৬ লাখ ৮১ হাজার ৬শ ৮৮ জন, অনিয়মিত ৩ লাখ ৬১ হাজার ৩শ ২৫ জন। আর বিশেষ পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেবে ২ লাখ ৮২ হাজার ৫শ ৯৪ জন।
গতবারের তুলনায় এবার শিক্ষার্থী কমেছে ৮৭ হাজার ৫শ ৫৪ জন। তবে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬৪ হাজার ৩শ ৮২ জন ছাত্রী বেশি।