সাম্প্রতিক শিরোনাম

আনসার ভিডিপির ২২২ জন কোভিড-১৯ আক্রান্ত

কোভিড-১৯ আক্রান্তের হার দিনদিন বাড়ছেই। থামছেই না কোনোভাবে। সবাই আক্রান্ত হচ্ছেন। অন্যান্য সংস্থা বা বাহিনীর মতো আজ সোমবার পর্যন্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা (ভিডিপি) বাহিনীর ২২২ সদস্য আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ জন।

আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৯৩ জন। ২৯ জন ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, আক্রান্তদের মধ্যে নিজ বাসায় কোয়ারেন্টিনে একজন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন ৪৫৭ জন। করোনা প্রতিরোধযুদ্ধে অংশ নিয়ে এই বাহিনীর আব্দুল মজিদ নামের একজন সদস্য মারা গেছেন। তিনি গুলশান বিভাগের ভাটারা থানায় পিসি অঙ্গীভূত আনসার হিসেবে কর্মরত ছিলেন। বাড়ি বগুড়া জেলায়। গত ১১ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি করোনা উপসর্গ নিয়ে মারা যান। আর করোনা আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ১৯ জন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন জানিয়েছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আরো ১০ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুর পর্যন্ত ঊর্ধ্বতন এক কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সর্বমোট ২২২ জন সদস্য ও কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ভেতরে ঢাকায় ১৯৩ জন।

কোন কোন পর্যায়ের সদস্যরা আক্রান্ত তা বলতে গিয়ে মেহেনাজ তাবাসসুম রেবিন জানান, আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর একজন উপমহাপরিচালক, ৯১ জন ব্যাটালিয়ন আনসার, ১২৫ জন অঙ্গীভূত আনসার, একজন বিশেষ আনসার, একজন মহিলা আনসার, একজন নার্সিং সহকারী, একজন সিগন্যাল অপারেটর ও একজন ভিডিপি সদস্য। এ সদস্যদের ভেতরে ৯০ জন অঙ্গীভূত আনসার সদস্য ঢাকা মহানগর পুলিশের সঙ্গে কর্মরত ছিলেন। এ ছাড়া ৭৭ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে কর্মরত ছিলেন। আর বাকি সদস্যরা বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...