অনলাইনে আমানত সুরক্ষা আইন নিয়ে একটা অপপ্রচার চলছে, যে আপনি যদি ব্যাংকে ৫০ লাখ টাকা জমা রাখুন এবং কোনো কারনে যদি সেই ব্যাংক ফেল করে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক আপনাকে শুধুমাত্র সর্বোচ্চ এক লাখ টাকা ফেরত দেবে। এটাকে অনেকে সরকার ও ব্যাংক মালিকদের ষড়যন্ত্র করে জনগনের আমানত খেয়ে ফেলার ধান্ধা বলে প্রচার করছে।
অনেকেই এই প্রচারে বিশ্বাস করছে, আবার অনেক এক্টিভিস্টও এই অপপ্রচারের সামনে এসে থমকে যাচ্ছে, কোনো উত্তর খুঁজে পাচ্ছে না।
বিভিন্ন ব্যক্তি লিখছেন যে , তারা সমস্ত টাকা বাংলাদেশের ব্যাংক থেকে তুলে আমেরিকার ব্যাংকে নিয়ে রাখবে। এমন চোর, ডাকাতের দেশে সে টাকা রাখবে না।
এই ব্যাপারে যদি একটু কষ্ট করে গুগল করা হয়, সহজে দেখা যাবে যে এটা একটা আন্তর্জাতিক আইন। প্রায় সব দেশেই ব্যাংকের একই আইন যার যার মুদ্রা অনুযায়ী। এটা আমেরিকায় এক লাখ ডলার, কানাডায় এক লাখ ডলার, ইংল্যান্ডে এক লাখ পাউন্ড, ইউরোপেও এক লাখ ইউরো, ভারতেও এক লাখ রুপি। আমানতকারি যত টাকাই জমা রাখুক, কোনো ব্যাংক বসে গেলে বা দেউলিয়া হলে , কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ এক লাখ স্থানীয় মুদ্রা ইন্সুরেন্স কোম্পানি থেকে এনে দেবার নিশ্চয়তা দেয়।
এর মানে কি , আপনার বাকি টাকা কেউ দেবে না ? উত্তর হলো কেন্দ্রীয় ব্যাংক আপনার বাকি টাকা সেই দেউলিতা হওয়া ব্যাংকের সমস্ত সম্পত্তি বিক্রয় করে আপনাকে দেওয়ার চেষ্টা করবে, এবং এটাই সব দেশের নিয়ম, শুধু বাংলাদেশের নয়।
আরও বিস্তারিত জানতে পড়ুন…..