উড়োজাহাজগুলি কেনার কথা ছিল ভারতীয় ক্যারিয়ার ভিস্তারার। তবে এ পরিকল্পনা থেকে সরে এসেছে ভারতের টাটা সন্স ও সিঙ্গাপুর এয়ারলাইনসের যৌথ উদ্যোগের ক্যারিয়ারটি।
আর ভিস্তারার ক্রয়াদেশ বাতিল করা এসব উড়োজাহাজের চারটি কিনতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগ্রহী বলে জানিয়েছে এভিয়েশন খাতসংশ্লিষ্ট বিপণন কৌশলবিষয়ক বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান সিম্পলফ্লাইং। চলতি বছরের জুনের মধ্যে বিমানের বহরে যুক্ত হবে আরো তিনটি নতুন ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ।
বিমানের কলেবোর বৃদ্ধি এবং দেশের ফ্ল্যাগশীপ সম্পদ রক্ষণাবেক্ষণ এর জন্য বিমান বাংলাদেশের পাশাপাশি যাত্রীদের ও সংযত,মার্জিত এবং সহনশীল হওয়া কাম্য।দেশের এসব সম্পদই বিদেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে।এবং জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ ছাড়া অন্য কোন ক্যারিয়ার এত কম খরচে এমন ফ্ল্যাগশীপে যাতায়াতের সুবিধা দেয়না।