সাম্প্রতিক শিরোনাম

ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত

ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাসিন আলী মল্লিক (৫০) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করলেও চালক ও হেলপারকে গ্রেফতার করতে পারেনি।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল পৌনে ১০ টার দিকে পাকশি-পাবনা বগা মিয়া মহাসড়কের রুপপুর তিন বটতলা নামকস্থানে এই দূর্ঘটনা ঘটলে গুরুতর আহত হন মোহাসিন আলী মল্লিক। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দূর্ঘটনায় নিহত ওই মোটরসাইকেল আরোহী ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর নলগাড়ি গ্রামের মৃত মোজাহার মল্লিকের ছেলে। সে রুপপুর পারমাণবিক প্রকল্পের রাশিয়ানদের মালিকানাধীন নিকিমথ কোম্পানির শ্রমিক ছিলেন।

পাকশির রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ইনচার্জ (পরিদর্শক) বিকাস চক্রবর্তী জানান, মোহাসিন নির্মাণাধীন পাকশি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি কোম্পানিতে কর্মরত শ্রমিক।

কাজ শেষে তিনি বিবিসি বাজারের দিকে মোটর সাইকেলে রুপপুর নলগাড়ি নিজের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাবনার বগা মিয়া সড়ক দিয়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাপা লেগে মোহাসিন রক্তাক্ত ও গুরুতর আহত হয়।

পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাসনিম তাবাসসুম স্বর্ণা জানান, তার মস্তিষ্কের আঘাত ও শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার পথেই তিনি মারা যান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, পুলিশ এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করলেও চালক হেলপারকে গ্রেফতার করতে পারেনি।

ঈশ্বরদী থানায় ইউডি মামলা হয়েছে। এছাড়াও নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ পেলে মামলা হবে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...