প্রকল্পে নিয়োজিত কর্মকর্তারা তাঁকে উদ্ধার করে এম্বুলেন্সে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছেন। পাকশী ইউনিয়নের রূপপুর, ঈশ্বরদী। ২৩, এপ্রিল, বৃহস্পতিবার। ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্র (মোব প্রেসার কংক্রিট পাম্প) পড়ে আহত প্রকৌশলী আব্দুল মবিন (৩৫) মারা গেছেন।
সে পাবনা সদর উপজেলার টেবুনিয়া মজিদপুর গ্রামের কেরামত আলীর ছেলে। তিনি ইন্ডিয়ার কোম্পানি পাহারপুর কুলিং টাওয়ারের প্রকৌশলী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ৩টার দিকে পদ্মা নদী সংলগ্ন কুলিং টাওয়ারের স্তম্ভ নির্মাণের জন্য ২ হাজার ৯০০ লোডের ঢালায়ের কাজ করা হচ্ছিল। এ সময় মোব প্রেসারের হুক ছিঁড়ে এটি নিচে পড়ে যায়। এতে প্রকৌশলী মবিন আহত হন। পরে প্রকল্পে নিয়োজিত কর্মকর্তারা প্রথমে তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন।
এ ব্যাপারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে ।