রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের সফল অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরে এসেছে।
বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বৃহস্পতিবার রাতে ওয়াহিদা খানমের জ্ঞান ফিরে এসেছে বলে জানান চিকিৎসকরা।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের উপ-পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম।
তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে মেডিক্যাল বোর্ড বসে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।
শনিবার মেডিক্যাল বোর্ডের সদস্যরা বসবেন, এরপর তাঁর শারীরিক বিষয়ে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
বৃহস্পতিবার রাতে ৬ সদস্যের চিকিৎসক দল প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ইউএনও ওয়াহিদার মাথায় জটিল অস্ত্রোপচার সম্পন্ন করে। অস্ত্রোপচার শেষে তাঁকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।