মোঃ আজিজুল হক আজু
মহেশখালী উপজেলা প্রতিনিধিঃ
ঘর পেয়ে খুশিতে কাঁদলেন তারা
মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিক গ্রহনকৃত জমি থেকে উচ্ছেদকৃত পরিবারদের সরকারের পক্ষ থেকে পূর্ণবাসনের ১২ টি ঘর হস্তান্তর করা হয়েছে। এর আগে ১০ ঘর হস্তান্তর করা হয়।
সরকারী আধা পাকা ঘর পেয়ে খুশিতে কেঁদে ফেলেন হত দরিদ্র এসব পরিবারের সদস্যরা। সেই সঙ্গে বর্তমান সরকারের এমন উদ্যাগকে স্বাগত জানিয়েছেন তারা। উপজেলার মাতারবাড়ীতে সরকারের চলমান কয়লা বিদ্যুৎ প্রকল্প নিয়ে কোল পাওয়ার জেনারেশন কোম্পানির আয়োজনে ৮ ডিসেম্বর রবিবার দুপুর ১ টার সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়লা বিদ্যুৎ প্রকল্পের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সরকারের উন্নয়ন কাজের সুফল তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তাফা। মাতারবাড়ী ক্ষতিগ্রস্ত লোজনের সাথে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিচালক নজরুল ইসলামসহ কোলপাওয়ারের কর্মকর্তারা।
উক্ত অনুষ্ঠানে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে বিভিন্ন ক্যাটাগরিতে ৭৭ জনকে প্রায় আড়াই কোটি টাকার চেক প্রদান ও প্রকল্পে সরাসরি উচ্ছেদ হওয়া ৪৫ পরিবারের মধ্যে থেকে আর ও ১২ পরিবারকে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এ সময় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে ক্ষতিপূরণের টাকার চেক বিতরণ করেন আগত অতিথিরা আগত অতিথিরা উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প এরিয়ার বাহিরে উত্তর প্রান্তে সাইরারডেইল গ্রামে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে পূর্ণবাসনের ঘর চত্বরে দুপুর ২ টারদিকে ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারের মাঝে একে একে পূর্ণবাসনের ১২টি বাড়ির চাবি হস্তান্তর করেন। উপস্থিতির মধ্যে বক্তব্য রাখেন সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ সিরাজুল মোস্তাফা, মাতারবাড়ীর ইউপি চেয়ারম্যান মাষ্টার মোঃ উল্লাহ,মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম আবু হায়দার, ধলঘাটার চেয়ারম্যান কামরুল হাসান।
এতে আরো উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা আ’লীগের সহ সভাপতি এনামুল হক রহুল, জেলা পরিষদ সদস্য মাস্টার রুহুল আমিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাজেদুল করিম, যুগ্ম আহবায়ক সেলিম উল্লাহ সেলিম,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু ছালেহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফয়জুল করিম ফয়জু, নবীর হোছাইন ভূট্টো, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি শত্তকত ইকবাল মুরাদ,আওয়ামী লীগ নেতা ডাক্তার সাহাব উদ্দিন ও স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংখ্যা সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
Leave a Comment