কক্সবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হলো বিজ্ঞান উৎসব- ২০১৯

সাম্প্রতিক সংবাদ
তানভীর হাসান
Sponsored

আব্দুল্লাহ আল যোবাইর 
কক্সববাজার হতেঃ
বিজ্ঞান হোক আনন্দের উৎস’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হলো বিজ্ঞান উৎসব- ১৩ নভেম্বর ২০১৯ তারিখ বিজ্ঞান ক্লাবের আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে কলেজের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় কলেজের একাদশ, দ্বাদশ ও স্নাতক শ্রেণির বিপুল পরিমাণ বিজ্ঞানের শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মকর্তাগণের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে উৎসবের সূচনা হয়।

এরপর পবিত্র ধর্মগ্রন্থসমূহ পাঠ পরবর্তী বক্তৃতা পর্ব অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ক্লাবের সম্পাদক ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। তিনি বলেন টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনসহ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একটি বিজ্ঞানভিত্তিক জাতি গঠন এবং বিজ্ঞানের আধুনিক আবিষ্কারগুলো সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দেয়া প্রয়োজন এবং এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে বিজ্ঞানের শিক্ষার্থীরা। বিজ্ঞানের শিক্ষার্থীরা এ ধরণের অনুষ্ঠানের মাধ্যমে সৃজনশীল মেধার বিকাশ ঘটাতে পারে। এ উৎসব সফল করতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ যারা নিরলস পরিশ্রম করে চলেছেন তাদের আন্তরিক অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদেরকে সৃজনশীল চিন্তাদ্বারা নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশ তথা বিশ্বের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম এবং শিক্ষক পরিষদ সম্পাদক মফিদুল আলম। আরো বক্তব্য রাখেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রনজিত বিশ্বাস  কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি ফজলুল কাদের চৌধুরী। এতে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান কামরুল আহসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোহাং রেজা খান হেলালী, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হারুন অর-রশীদ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ উল্লাহসহ কলেজের অন্যান্য শিক্ষকগণসহ আরো উপস্থিত ছিলেন ডাচ্্ বাংলা ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক ওয়াহিদুল কবির মুরাদ, দৈনিক প্রথম আলোর কক্সবাজার জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুস রানাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা পর্বের পরপর শুরু হয় শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বিজ্ঞান বক্তৃতা, বিতর্ক, বিজ্ঞান জিজ্ঞাসা ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি হয়।
উল্লেখ্য, বিজ্ঞান উৎসব- ২০১৯ উপলক্ষে গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হয় বিজ্ঞান অলিম্পিয়াড। এতে প্রায় ৬’শ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
Sponsored
Leave a Comment

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…

January 12, 2024

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…

January 10, 2024

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…

January 7, 2024

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার…

January 6, 2024

এমনটা কেনো করলেন এ. আর রহমান?

হিরো আলম রবীন্দ্র সঙ্গীত গাওয়ার পর সারা দেশে হইচই শুরু হয়ে যায়। এমনকি ওই প্রতিবাদের…

November 12, 2023

ন্যানোমিটার সেমিকন্ডাক্টর বা চীপ তৈরিতে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে চীন

বর্তমানে পশ্চিমা বিশ্বের সাথে সেমিকন্ডাক্টর চিপ নিয়ে বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে রেড জায়ান্ট চীন।…

September 25, 2023
Sponsored