করোনারোগীর বাসায় পুলিশ সুপারের ইফতার সামগ্রী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাস পজিটিভ ব্যাংক কর্মকর্তাকে উপহার হিসেবে ইফতার সামগ্রী পাঠিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার)।

শনিবার বিকেলে পুলিশ সুপারের পক্ষে ওই ব্যক্তির বাসায় উপহার সামগ্রী হিসেবে কিছু ফল পৌঁছে দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান আশিক।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক বলেন, পুলিশ সুপার মহোদয়ের পাঠানো কিছু উপহার ওই ব্যক্তির বাসায় পৌঁছে দিয়েছি। ওই ভবনে থাকা সবাইকে যেকোনো প্রয়োজনে ফোনে জানানোর জন্য বলা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে তাদের সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আশা প্রকাশ করে আরো বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিছু দিনের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।