করোনায় মারা গেলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক জিএস বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু (৬৮)। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।
গোলাম মোস্তফা বাচ্চু ঈশ্বরদী শহরের বিমানবন্দর সড়কের খলিলের মোড় এলাকার বাসিন্দা।
তার ছেলে তন্ময় সাংবাদিকদের জানান, গেল ৫ মে তিনি কিডনি রোগ ও উচ্চ রক্তচাপ নিয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে ১১ মে চিকিৎসাধীন অবস্থায় তাঁর করোনাভাইরাস পজিটিভ আসলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। এছাড়াও দীর্ঘদিন থেকে সে ডায়াবেটিসে আক্রান্ত ছিল।
তার মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।