করোনা ভাইরাসে আ’ক্রান্ত চীনের উহান প্রদেশের একটি হাসপাতালে এবার চিকিৎসকের মৃ’ত্যু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) ৬২ বছরের চিকিৎসক লিয়াং উডং মা’রা যান।
যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, লিয়াং উডং উহানে হাসপাতালে করোনা ভাইরাসে আ’ক্রান্তদের চিকিৎসা দিচ্ছিলেন। সেখান থেকেই তিনিও এ ভাইরাসে আ’ক্রান্ত হন।
লিয়াং উডংয়ের মৃ’ত্যুর মধ্য দিয়ে করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়ে মৃ’তের সংখ্যা হলো ৪১।
এ ভাইরাসে আ’ক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৮০ জন। এদিকে করোনা ভাইরাস আ’তঙ্কে ব্যবসায়িকভাবে ক্ষ’তিগ্রস্ত হচ্ছে চীন। পাশাপাশি ক্ষ’তিগ্রস্ত হচ্ছে চীনের সঙ্গে বাণিজ্যিকভাবে সম্পৃক্ত দেশগুলো।
ভাইরাসের সং’ক্রমণের ভয়ে কমে গেছে ব্যবসায়িক কার্যক্রম ও পণ্যের আমদানি রফতানি। বা’তিল করা হয়েছে চীনা চান্দ্রবছরের সব উৎসব।