কুবি প্রতিনিধি :
মেস ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১ টায় কুমিল্লা শহরের টাউনহল সংলগ্ন এলাকায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের অন্যতম আয়োজক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আবুল হাসান জানান, বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের বাসা-বাড়িতে অবস্থান করতে হচ্ছে। শিক্ষার্থীদের টিউশন সহ অন্যান্য আয়-রোজগারের পথও বন্ধ। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মেস ভাড়া বহন করা কষ্টকর হয়ে পড়ছে। তাই আমরা এ মানববন্ধনের আয়োজন করেছি।
তিনি আরও বলেন, আমরা মানববন্ধন থেকে সিদ্ধান্ত নিয়েছি মেস ভাড়া মওকুফের জন্য জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দিবো। তারপরও এ সমস্যার সমাধান না হলে আমরা আবারও আন্দোলনে নামবো।
উল্লেখ্য, গত ২৪ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মেস ভাড়া নিয়ে বিদ্যমান সমস্যার সমাধানে একটি কমিটি গঠন করে দেয়।