ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে দেশে ১ লাখ ৭৬ হাজার ৭ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার অনলাইন প্রেস ব্রিফিং তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত ১৫ মে আমরা জানতে পারি যে, এ ঘূর্ণিঝড় আসবে। তাই আমরা প্রস্তুতি গ্রহণ করতে পেরেছিলাম। ইতিমধ্যে অধিকাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। তাই ক্ষতির পরিমাণটা অনেকাংশে কম হয়েছে। এরপরও দেশের ৪৬ জেলায় এক লাখ ৭৬ হাজার ৭ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এসব জমিতে থাকা বিভিন্ন ফসলের ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়েছে।